Indian Architecture: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি

ফি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয় ওয়ার্ল্ড আর্কিটেকচার ডে। একটা স্থাপত্য কেবল একটা বিল্ডিং নয়, চলমান ইতিহাসের সাক্ষীও বটে। এই স্থাপত্যগুলির আড়ালে লুকিয়ে রয়েছে অনেক না বলা কথা। রাজস্থানের জয়সলমিরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বাদাবাগ মন্দির। রাজস্থানের রাজবংশের স্মরণে নির্মিত এই মন্দিরের কারুকাজ দেখবার মতো। রাজস্থানী শিল্পরীতির সাক্ষ্য বহন করে এই মন্দির।

মাদুরাইয়ের মিনাক্ষী দেবীর মন্দিরের কথা কে না জানে! দ্রাবিড় সভ্যতার সাক্ষ্য বহন করে চলেছে চোখজুড়ানো এই মন্দির। হিন্দু স্থাপত্যের নিদর্শনও বটে।

কোনারকের সূর্য মন্দিরও ওড়িয়া শিল্পরীতির সাক্ষ্য বহন করে চলেছে। এই রীতি কলিঙ্গ রীতি নামেও পরিচিত। মন্দিরটি একটি অতিকায় রথের আদলে তৈরি। যে রথ টানছে সাতটি ঘোড়া।

তাঞ্জাভুরের বৃহদেশ্বরের মন্দির তৈরি হয়েছিল চোল রাজবংশের আমলে। তামিল স্থাপত্যে গড়া এই শিবের মন্দিরের কারুকাজ দেখার মতো। মন্দিরের সামনে রয়েছে বিশাল গোপুরম।
