img

Follow us on

Saturday, Apr 27, 2024

Moscow Terror Attack: মস্কোতে সন্ত্রাসী হামলায় রাশিয়ার পাশে ভারত, বিবৃতি দিলেন মোদি

Moscow Concert Hall Massacre: মস্কোর সন্ত্রাসী হামলায় ভারত-আমেরিকা সমেত অন্যান্য দেশ নিন্দা জানিয়েছে..

img

রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

  2024-03-23 11:08:32

মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার সন্ত্রাসবাদী হামলার (Moscow Terror Attack) তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইতালি সমেত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিবও। রাষ্ট্রসংঘের মহাসচিব আনতেনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত শুক্রবার রাত ৮টা নাগাদ (ভারতীয় সময়) মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি 

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন, ‘‘আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমন সন্ত্রাসবাদী হামলার। সমবেদনা জানাচ্ছি (Moscow Terror Attack) এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি। ভারত সর্বদাই রাশিয়ার সরকারের এবং জনগণের পাশে রয়েছে এমন দুঃসময়ে।’’

সতর্ক করেছিল আমেরিকা!

অন্যদিকে, আমেরিকা জানিয়েছে, তারা চলতি মার্চ মাসেই রাশিয়াকে সতর্ক করেছিল, এমন সন্ত্রাসবাদী হামলা (Moscow Terror Attack) ঘটতে পারে বলে। ওই সতর্কবার্তাতে আমেরিকা আরও জানিয়েছিল, বড় রকমের জমায়েতকে টার্গেট করছে জঙ্গিরা। এর মধ্যে কনসার্টও রয়েছে। এমনটাই দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, মস্কোতে সন্ত্রাসী হামলার যে ছবিগুলি দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি, এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘‘সন্ত্রাসবাদী হামলার ছবিগুলি দেখা খুবই কঠিন। কারণ সেগুলি এতটাই ভয়ানক।’’

ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও

ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি যথা ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি এই হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীও এই ঘটনায় শোক প্রকাশ করেছে। প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। ঘটনার নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইসলামিক স্টেট জঙ্গিদের দাবি অনুযায়ী তারাই সন্ত্রাসী হামলার (Moscow Terror Attack) সঙ্গে যুক্ত। এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’’ এর পাশাপাশি যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘মস্কোতে নিরীহ সাধারণ মানুষের উপর যে ধরনের হামলা হয়েছে তা অত্যন্ত জঘন্য। ইতালি সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’’

মস্কোর জঙ্গি হামলা নিয়ে কথার লড়াই রাশিয়া-ইউক্রেনের

অন্যদিকে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ এক বিবৃতিতে জানিয়েছেন, যদি প্রমাণিত হয় এই ঘটনার সঙ্গে ইউক্রেনের যোগ রয়েছে তবে তাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু ইউক্রেন এই ঘটনায় তাদের যোগ অস্বীকার করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতির অন্যতম উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক শুক্রবার জানিয়েছেন, মস্কোর কনসার্ট হলে যে হামলা (Moscow Terror Attack) হয়েছে তার সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তাঁদের চলছে যুদ্ধক্ষেত্রের লড়াই এবং যা কিছু হবে সবটাই যুদ্ধক্ষেত্রে হবে।

ক্রোকাস সিটি হল-এ হামলা

রাশিয়ার রাজধানীর উত্তর দিকে অবস্থিত ক্রোকাস সিটি হল। এই হলের মধ্যে শপিং মল রয়েছে। আবার কনসার্ট হলও আছে। হলে ঢুকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে পরপর গুলি চালায় (Moscow Terror Attack) জঙ্গিরা। এর পাশাপাশি গ্রেনেডও ছোড়া হয়। গ্রেনেড ছোড়ার ফলে গোটা বিল্ডিং-এ আগুন জ্বলে যায়। রাশিয়া পুলিশের অনুমান, একটি সাদা রেনো গাড়িতে চেপে পালিয়ে যায় জঙ্গিরা। জানা গিয়েছে, পিকনিক নামের একটি রক ব্যান্ড যখন গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখনই এই হামলা চালায় আততায়ীরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

 

Tags:

Madhyom

USA

PM Modi

bangla news

Bengali news

russia terror attack

 moscow terror attack

isis attack russia

moscow concert massacre news

russia mass shooting

 moscow concert massacre

 moscow concert mass shooting

 moscow concert terrorist attack

 moscow concert isis attack


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর