img

Follow us on

Tuesday, May 21, 2024

Jammu & Kashmir: কাশ্মীরের বুদগামে গুলির লড়াই, এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

Jammu & Kashmir: মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি পিস্তল ও বেশ কিছু তাজা কার্তুজ।

img

পুলিশ ও নিরাপত্তা বাহিনী

  2023-01-17 21:57:54

মাধ্যম নিউজ ডেস্ক: ফের সাফল্য। নতুন বছরে বড়সড় নাশকতার ছক বানচাল। নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হল ২ জঙ্গির। মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। তাদের লস্কর-ই-তৈবার জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে কাশ্মীর পুলিশ। মৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল এবং একটি পিস্তল। জানা গিয়েছে, এর আগে একটি এনকাউন্টার চলাকালীন তারা পালিয়ে গিয়েছিল।

কাশ্মীরে খতম দুই লস্কর জঙ্গি

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে বুদগাম জেলার আদালতের সামনে যৌথ টহল দিচ্ছিল সেনা জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ দল। তখন সেখানে একটি সন্দেহজনক গাড়ি দেখে এগিয়ে যান নিরাপত্তাকর্মীরা। এরপরই তারা নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা বাহিনীও। সেই গুলিতেই প্রাণ হারায় দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর পুলিশ জানিয়েছে, দুই জঙ্গিই লস্করের সদস্য। তাদের শনাক্তও করা হয়েছে। একজনের নাম আরবাজ মীর। অন্যজন শহিদ শেখ। দু’জনই পুলওয়ামার বাসিন্দা। দুজনেই কাশ্মীরি পোশাক 'ফেরান' পরেছিল বলে জানিয়েছে পুলিশ। এর আগে একটি এনকাউন্টার থেকে তারা পালাতে সমর্থ হলেও এবার খতম হল ওই দুই জঙ্গি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে।

কাশ্মীর জোনের পুলিশ ট্যুইট করে জানিয়েছে, “নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথবাহিনী একটি সন্দেহভাজন গাড়িকে থামায়। গাড়ির ভিতর থেকে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা ও পুলিশের যৌথ দল। তাতে দুই জঙ্গির মৃত্যু হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র ও কার্তুজ।”

কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, গত সপ্তাহে তল্লাশি অভিযান চলাকালীন দুই জঙ্গিই অল্পের জন্য বাহিনীর হাত এড়িয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু মঙ্গলবার শেষরক্ষা হল না। পুলিশ মৃতদের কাছ থেকে একটি একে সিরিজের রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে বেশ কিছু তাজা কার্তুজও।

 

Tags:

Jammu & Kashmir

terrorists killed

Lashkar E Taiba

Budgam Encounter


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর