img

Follow us on

Tuesday, May 21, 2024

Nirmala Sitharaman: ‘আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, তাঁদের সমস্যা বুঝি’, বাজেট প্রসঙ্গে বললেন সীতারামন

১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট...

img

ফাইল ছবি।

  2023-01-18 08:15:59

মাধ্যম নিউজ ডেস্ক: আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। এখনও নিজেকে মধ্যবিত্ত বলেই মনে করি। তাই তাঁদের আর্থিক সমস্যার কথা বুঝি। বাজেট পেশের আগে সোমবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। চলতি মাসে শুরু হবে বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে বাজেট নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে মোদি সরকারের (PM Modi) এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট (Budget)। আগামী বছর পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। এবারের বাজেট কেমন হতে চলেছে, এদিন অর্থমন্ত্রীর কথায় সেই ইঙ্গিতই মিলল।

সীতারামন বলেন...

এদিনের সাক্ষাৎকারে সীতারামন (Nirmala Sitharaman) বলেন, আমি নিজেই মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। এখনও নিজেকে মধ্যবিত্ত বলেই মনে করি। তাই তাঁদের আর্থিক সমস্যার কথা বুঝি। তিনি বলেন, এটুকু বলতে পারি মোদি সরকার আজ পর্যন্ত কোনও বাজেটেই মধ্যবিত্তদের ওপর কর চাপায়নি। বার্ষিক পাঁচ লক্ষ টাকা আয়ের মানুষদের আয়কর দিতে হয় না। নির্মলা সীতারামন বলেন, মধ্যবিত্তরাই সব চেয়ে বেশি গণপরিবহন ব্যবহার করেন। সেই জন্যই দেশের মোট ২৭টি শহরে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। ১০০টি স্মার্ট সিটি বানানো হচ্ছে তাঁদের বসবাসের সুবিধার জন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আমি মধ্যবিত্ত মানুষের সমস্যা বুঝি। তাঁদের জন্য ইতিমধ্যেই অনেক কাজ করেছে সরকার। আগামী দিনেও তাই করবে।

আরও পড়ুুন: ‘লড়াই চলবে’, বঙ্গ বিজেপির প্রশংসা করে জানিয়ে দিলেন মোদি

কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনাও যে কেন্দ্রের রয়েছে, এদিন তাও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে একাধিক রাজ্য সরকারের খয়রাতির বিরোধিতা করেছে কেন্দ্রের শাসক দল। সে প্রসঙ্গে নির্মলা বলেন, প্রতিটি রাজ্যের উচিত আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এহেন প্রতিশ্রুতি দেওয়া। তাছাড়া কোন পথে এই খয়রাতির টাকা আসছে, তা নিয়েও স্বচ্ছতা থাকতে হবে। জানা গিয়েছে, যেহেতু মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই কর ছাড় দেওয়া হতে পারে। অবসর নেওয়ার আগে রাজস্ব সচিব তরুণ বাজাজও ইঙ্গিত দিয়েছেন, ট্যাক্স স্ল্যাবগুলিতে পরিবর্তন আনা হবে এই বাজেটে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Bengali news

Nirmala Sitharaman

budget news

budget 2023

pm modi   


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর