img

Follow us on

Friday, Apr 26, 2024

Nasal Vaccine: ছাড়পত্র দিয়েছে কেন্দ্র, জানুন বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন 'ইনকোভ্যাক'-এর অ-আ-ক-খ

কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এই টিকাই নয়া ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

img

ন্যাজাল ভ্যাকসিন

  2022-12-24 13:51:06

মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন (Nasal Vaccine) হিসাবে ভারত বায়োটেকের 'ইনকোভ্যাক'- কে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। শর্তসাপক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এই টিকাই নয়া ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর বেশ কয়েকটি পর্বের ট্রায়াল সম্পন্ন হলেও , এর কার্যকারিতা সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

জেনে নিন এই টিকার বিষয়ে জরুরী কিছু তথ্য

ইনকোভ্যাক কী?

ইনকোভ্যাক হল কোভিড ১৯- এর বিরুদ্ধে ইন্ট্রা ন্যাজাল ভ্যাকসিন (Nasal Vaccine) । পুরো নাম ইনকোভ্যাক BBV154। ভারত বায়োটেকের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই ভ্যাকসিন SARS-CoV-2- এর বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। 

ইন্ট্রা ন্যাজাল ভ্যাকসিন কী?

এই ভ্যাকসিনে (Nasal Vaccine) সূচের ব্যবহার করা হবে না। নাক দিয়ে নেওয়া হবে এই টিকা। 

এই টিকা নেওয়ার পদ্ধতি কী?

প্রতি নাকের ফুটোয় ৪ ফোঁটা করে টিকা নিতে হবে। চার সপ্তাহের ব্যবধানে দুবার নিতে হবে এই টিকা।

লাইসেন্স রয়েছে এই টিকার?

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই টিকা বাজারে আনার ছাড়পত্র দিয়েছে।

পার্শ্ব পতিক্রিয়া

টিকা (Nasal Vaccine) নেওয়ার পর জ্বর, মাথা ব্যাথা, নাক দিয়ে জল পড়া, হাঁচির মতো উপসর্গ দেখা দিতে পারে। 

কারা নিতে পারবেন এই টিকা?

১৮ বছরের ঊর্ধ্বে সবাই এই টিকা নিতে পারেন।

কারা এই টিকা নিতে পারবেন না?

যাদের ভয়ঙ্কর অ্যালার্জি, টিকায় অ্যালার্জি বা এই মুহূর্তে জ্বর রয়েছে তাদের এই টিকা (Nasal Vaccine) নিতে নিষেধ করা হয়েছে?

আরও পড়ুন: অক্টোবরে ইপিএফও অ্যাকাউন্টের ১৩ লক্ষ নতুন সাবস্ক্রাইবার, বেশিরভাগই ১৮-২১- এর মধ্যে 

এই টিকা থেকে কি করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে?

না, এই টিকা (Nasal Vaccine) থেকে করোনা হওয়ার কোনও সুযোগ নেই।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Covid 19

Nasal Vaccine

Incovacc


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর