img

Follow us on

Monday, May 20, 2024

Cooperative Federalism: আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে! ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কেরলের তিরুবনন্তপুরমে ‘কো অপারেটিভ ফেডেরালিজম’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে কাশ্মীর প্রসঙ্গে নয়া দিশা নির্মলার

img

নির্মলা সীতারামন।

  2022-11-07 17:39:00

মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেরলের তিরুবনন্তপুরমে ‘কো অপারেটিভ ফেডেরালিজম’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। সেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে করের বণ্টন নিয়ে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই তিনি বলেন, "আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে।" কবে হবে, তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি নির্মলা।

আরও পড়ুন: অতীতের সব রেকর্ড ভাঙতে চান, গুজরাটের জন্য নয়া স্লোগানও বাঁধলেন মোদি

প্রসঙ্গত, ২০১৯-এ মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরেই কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করা হয়। জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। তার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীর রাজ্যের তকমা ফিরে পাবে। তিন বছর কেটে গেলেও তা হয়নি। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটও হয়নি। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রথমে আসন পুনর্বিন্যাস হবে। তার পর বিধানসভা ভোট হবে। তার পরে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। আপাতত শীত পড়ে যাওয়ায় জম্মু-কাশ্মীরের রাজনীতিকরা মনে করছেন, আগামী বছর মার্চ-এপ্রিলের আগে ভোট সম্ভব নয়।

আরও পড়ুন: ‘দুর্নীতি’, ‘বিভাজনকারী শক্তি’কে হুঁশিয়ারি মোদি-শাহের

এদিন নির্মলা জানান, ২০১৪ সালে অর্থ কমিশন কেন্দ্রকে একটি প্রস্তাব দিয়েছিল। তাতে তারা জানায়, সামগ্রিক কর আদায়ের ৩২ শতাংশ সমস্ত রাজ্যকে দেওয়া হয়।  অবিলম্বে তা ৪২ শতাংশ করা দরকার। এই সিদ্ধান্ত মেনে নেওয়ার অর্থ, কেন্দ্রের হাতে কম টাকা থাকবে। তা সত্ত্বেও কোনও সময় নষ্ট না করে প্রধানমন্ত্রী সেই প্রস্তাব মেনে নেন। নির্মলা আরও জানান, ওই সিদ্ধান্তের জন্য রাজ্যগুলি মোট কর আদায়ের ৪২ শতাংশ পাচ্ছিল। কিন্তু, জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের তকমা হারানোয় তা কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে। এরপরই তাৎপর্যপূর্ণভাবে তিনি জানান, আজ না হয় কাল, কাশ্মীর আবার পূর্ণরাজ্যে পরিণত হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Jammu and Kashmir

Nirmala Sitharaman

cooperative federalism lecture


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর