img

Follow us on

Friday, May 17, 2024

Mumbai Drug Bust: মুম্বইয়ে উদ্ধার ৭০০ কেজি নিষিদ্ধ মাদক, গ্রেফতার স্নাতকোত্তর উত্তীর্ণ যুবক সহ ৫

মাদক কারবারিদের কাছে এটি ম্যাও ম্যাও নামে পরিচিত...

img

গ্রেফতার মাদক কারবারি। নিজস্ব ছবি

  2022-08-05 13:37:49

মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চশিক্ষাকে বিপথে চালিত করে গ্রেফতার অর্গানিক কেমেস্ট্রির এমএসসি পাশ যুবক। অভিযোগ, অর্গানিক কেমেস্ট্রির জ্ঞানকে কাজে লাগিয়ে সে তৈরি করছিল নিষিদ্ধ মাদক, মেফেড্রন (Mephedrone)। সূত্র মারফত খবর পেয়ে গ্রেফতার করা হয় উচ্চ শিক্ষিত ওই যুবককে। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকার মাদক। বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharasthra) পালাঘরের নালাসোপারা এলাকার ঘটনা। বিপথগামী ওই যুবক ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের (Mumbai police) অ্যান্টি নারকোটিক্স সেল (Anti- Narcotics Cell)।

বৃহস্পতিবার নালাসোপারা এলাকায় তল্লাশি চালায় মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল। সেখান থেকে পুলিশ ৭০০ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করে। এই পরিমাণ মাদকের আনুমানিক বাজার মূল্য ১৪০০ কোটি টাকা। মুম্বই পুলিশ সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে মাদকের কারবারে নেমেছিল ওই পাঁচজন। নালাসোপারা এলাকায় নিষিদ্ধ মাদক উৎপাদন করতে তৈরি করা হয়েছিল কারখানাও। সূত্র মারফত খবর পেয়ে এদিন আচমকাই কারখানাটিতে হানা দেয় মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল।

আরও পড়ুন : এখন থেকে মাদক উদ্ধারের ভিডিওগ্রাফি বাধ্যতামূলক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পুলিশ জানিয়েছে, এদিন যে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত হয়েছে সেটি আসলে মেফেড্রন। যারা এই মাদক নেয়, তাদের কাছে এটি ম্যাও ম্যাও নামে পরিচিত। খুবই দামি মাদক হওয়ায় মূলত আর্থিকভাবে সম্পন্নরাই এই ধরনের মাদক ব্যবহার করে। পুলিশ জেনেছে, এই মাদক কারবারের মূল চক্রী অর্গানিক কেমেস্ট্রিতে এমএসসি পাশ ওই যুবক। এদিন পুলিশ যখন নালাসোপারা এলাকায় হানা দেয়, তখন সেখানেই ছিল ওই যুবকও। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, নিজের বিদ্যা কাজে লাগিয়ে মোটা মুনাফার লোভে নিষিদ্ধ মাদক তৈরি করছিল ওই যুবক। গ্রেফতার করা হয়েছে তার চার সাগরেদকেও।

এই প্রথম নয়, চলতি বছরেরই জুলাই মাসেও অ্যান্টি নারকোটিক সেল মাদক চক্রের চারজনকে গ্রেফতার করেছিল। জুন মাসের ৩০ তারিখে প্রায় ৮৪ লক্ষ টাকা মূল্যের ৫৪ কেজি কেনাবিস বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ১৪ জুলাই নভি মুম্বই পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৭২.৫১ কেজি হেরোইন। যার আনুমানিক বাজারদর ৩৬২.৫০ কোটি টাকা।  

 

Tags:

Mumbai

national news

Mumbai Drug Bust

  Mumbai police

mephedrone Maharasthra

Anti- Narcotics Cell


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর