img

Follow us on

Friday, Jun 14, 2024

Jorhat: অসমের জোরহাটে চিতাবাঘের হামলায় জখম ১৩, দেখুন ভিডিও

ভারতের বিভিন্ন রাজ্যে মানুষের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটেই চলেছে

img

অসমের জোরহাটে চিতাবাঘের আক্রমন

  2022-12-27 17:20:36

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে মানুষের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটেই চলেছে। যত দিন যাচ্ছে মানুষের বাসস্থান এবং নানা রকম কার্যকলাপের জন্য বনাঞ্চল ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এর ফলে বন্য জন্তুর সঙ্গে মানুষের সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল ভারতের অসম রাজ্যের জোরহাট (Jorhat)। যেখানে একটি চিতাবাঘের আক্রমণে ১৩ জন মানুষ আহত হয়েছেন যার মধ্যে তিনজন বনকর্মীও আছেন।

আরও পড়ুন: লকার নিয়ে নয়া নির্দেশিকা জারি আরবিআই- এর, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু

ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা যাচ্ছে

চিতাবাঘের হামলার এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাঘটি একটি ছোট গাড়িকে আক্রমণ করছে। ঘটনাটি  সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বরের বলেই জানা যাচ্ছে। প্রত্যেক আহত ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে যে আহতরা এখন বিপদের বাইরে।

 

নয়ডায় চিতাবাঘ আতঙ্ক 

অপর একটি ঘটনায়, এবার দিল্লির গ্রেটার নয়ডাতেও ছড়িয়ে পড়ল চিতাবাঘের আতঙ্ক। সেখানে একটি আবাসনের কয়েকজন বাসিন্দা দাবি করেন, মঙ্গলবার সকালে তাঁরা একটি চিতাবাঘকে আবাসনে ঘোরাফেরা করতে দেখেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। গোটা আবাসনে হুলস্থুল বেঁধে যায়। খবর দেওয়া হয় বন দফতরে। আবাসনে তন্ন তন্ন করে চল্লাশি চালানো হচ্ছে। আবাসনের বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Jorhat


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর