img

Follow us on

Thursday, May 16, 2024

Amarnath Yatra: দুবছর পর ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, কীভাবে আবেদন করবেন?

Amarnath Yatra: ১৩ বছরের কম এবং ৭৫ বছরের বেশি বয়স হলে এই যাত্রার অনুমতি মেলে না।

img

অমরনাথ যাত্রা

  2022-06-20 14:39:37

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী অমরনাথ যাত্রার (Amarnath Yatra) জন্যে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করা হয়েছে। জানালেন জম্মু ও কাশ্মীরের লেফটান্যান্ট গভর্নর মনোজ সিনহা (Lt Gen Manoj Sinha)। 'আওয়াম কী আওয়াজ' অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মনোজ সিনহা বলেন, "আমরা আশা করছি এইবার আমরনাথ যাত্রায় তীর্থযাত্রীর সংখ্যা অনেক বাড়বে। আগামী ৩০-শে জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়ে প্রস্তুত।"

করোনা আবহে দুবছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ায় তীর্থযাত্রীদের পুনরায় এই ধাম দর্শনের অনুমতি দিয়েছে ভারত সরকার। বছরে মাত্র ৪৩ দিনের জন্যই যাওয়া যায় অমরনাথে। এ বার যাত্রা শুরু হচ্ছে ৩০ জুন। শেষ হবে ১১ অগস্ট।

আরও পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ৩০ জুন, এগুলি সঙ্গে না রাখলে পড়বেন সমস্যায়

এই প্রথমবার শ্রীনগর থেকে সোজা হেলিকপ্টারে করে পৌঁছনো যাবে অমরনাথে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এই পথে হেলিকপ্টার চালানোর অনুমতি পেয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। যারা পায়ে হেঁটে যেতে পারবেন না, তাঁরা চাইলে হেলিকপ্টারে করে পৌঁছতে পারবেন অমরনাথে। এত দিন পঞ্চতরণীর পর থেকে ৬ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হত তীর্থযাত্রীদের। এ বার চাইলে হেলিকপ্টারে করে উড়েও যেতে পারবেন তাঁরা। তবে তার জন্যে অমরনাথ যাত্রার আবেদন করার সময়েই জানাতে হবে বিষয়টি।

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় হামলার ছক বানচাল, কাশ্মীরে খতম তিন জঙ্গি 

যে যত আগে আবেদন করবেন, তাঁর অমরনাথ যাত্রার অনুমতি পাওয়ার সম্ভবনা তত বেশি। ১৩ বছরের কম এবং ৭৫ বছরের বেশি বয়স হলে এই যাত্রার অনুমতি মেলে না। অমরনাথ যাওয়ার দুটি রাস্তা রয়েছে। রাস্তা দুটি দিয়ে দিনে সর্বোচ্চ ১০ হাজার যাত্রী অমরনাথ যাত্রার অনুমতি পান। 

কীভাবে অমরনাথ যাত্রার জন্যে আবেদন করবেন? 

  • আবেদন করতে সবার আগে https://jksasb.nic.in/register.aspx  -এই ওয়েবসাইটটিতে লগ-ইন করতে হবে। 
  • তারপর ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। 
  • নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে নির্দিষ্ট জায়গায়। 
  • এর পরে আবেদনের নম্বর পাওয়া যাবে। 
  • সেটা পাওয়ার পরে সম্মতি জানালে মিলবে অনুমতি পত্র। 
  • কেউ চাইলে সরাসরি শ্রীনগর বা জম্মু গিয়ে শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের দফতর থেকে অনুমতি নিতে পারেন।  

www.shriamarnathjishrine.com - এই ওয়েবসাইটে আবেদনের ফর্ম পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে লাগবে চিকিৎসকের শংসাপত্র। সেটা অবশ্যই ২০২২ সালের ২৮ মার্চ তারিখের পরে নেওয়া হতে হবে। কোন চিকিৎসকরা শংসাপত্র দিতে পারবেন সেই তালিকাও রয়েছে ওয়েবসাইটটিতে। এর সঙ্গে দিতে হবে চারটে পাসপোর্ট সাইজের ছবি আর আধার বা ভোটার কার্ডের ফটোকপি। 

Tags:

Jammu and Kashmir

Amarnath Yatra

Application

Pilgrims

Permit

Lt Gen Manoj Sinha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর