img

Follow us on

Tuesday, Apr 30, 2024

Ram Navami 2024: রাত পোহালেই রাম নবমী! কীভাবে করবেন দশরথ নন্দনের পুজো? জেনে নিন

রাম নবমীর পুজোতে কী কী করবেন ও কোনগুলো থেকে দূরে থাকবেন জেনে নিন

img

রামলালা (ফাইল ছবি)

  2024-04-16 15:43:54

মাধ্যম নিউজ ডেস্ক: চলছে চৈত্র নবরাত্রি। আজকে অষ্টমী। এদিন পুজো হয় অন্নপূর্ণা মাতার। একদিন পরেই  নবমী। এদিন দেশ-বিদেশের একাধিক জায়গাতে হিন্দুরা মেতে ওঠেন রাম নবমী (Ram Navami 2024) উৎসব পালনে। ২০২৪ সালের রামনবমীর গুরুত্ব অন্যান্য বছরের থেকে আলাদাও বটে। কারণ চলতি বছরে প্রথমবারের জন্য রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে সাদরে পালিত হবে রাম নবমী। অনেকেই চৈত্র নবরাত্রিতে ব্রত পালন করেন ৯ দিন ধরেই। আবার রাম নবমীর দিনেও পাড়ায় পাড়ায় রাম পুজোর চল রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র। রাম নবমীর (Ram Navami 2024) দিনে সঠিক প্রথা মেনে উপবাস এবং উপাসনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে। শাস্ত্রবিদরা বলছেন, এই দিনে ভগবান রামের পুজো-জপ নিয়ম মেনেই করা উচিত। শাস্ত্রবিদদের মতে, জীবনে যে কোনও রকমের সমস্যা, গুরুতর রোগ অথবা সংকট থাকলে রাম নবমীর দিনে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এতে সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন। 

রাম নবমীর তাৎপর্য

- ভগবান রামচন্দ্রের ভক্তরা রাম নবমীকে (Ram Navami 2024) অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করেন এবং তাঁরা সারাদিনব্যাপী রামচন্দ্রের কাহিনী শোনেন
- ভগবান রামচন্দ্রকে সন্তুষ্ট রাখতে তাঁর কাছে নিজেকে উৎসর্গ করতে ভক্তরা নানা ধরনের কৃচ্ছ্বসাধন এবং উপবাস করেন
- এই দিনে রামের কীর্তন এবং ভজনে উপস্থিত থাকেন ভক্তরা
- ভগবান রামের জন্মস্থান অযধ্যাতে এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উদযাপিত হয়

রাম নবমীর পূজা পদ্ধতি

- প্রচলিত নিয়ম অনুযায়ী, রাম নবমীতে (Ram Navami 2024) ভগবান রামকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং হলুদ চন্দন অর্পণ করা উচিত।
- ভগবান রামকে বিষ্ণুর অবতার মানা হয়। বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। সেজন্য ভগবান রামের উদ্দেশে অর্পিত ভোগে অবশ্যই তুলসী পাতা রাখুন।
- রাম নবমীতে (Ram Navami 2024) ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে। তাই এদিন সারাক্ষণ মনে মনে রামের নাম জপ করতে থাকুন।
- রাম নবমীর দিনে নদীতে স্নান করা এবং দান করা গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই দিন সম্ভব হলে নদীতে স্নান করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। 
- রাম নবমীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই যে কোনও নতুন কাজ রাম নবমীর দিন থেকে শুরু করা যেতে পারে। 

কোন কোন বিষয়ে মাথায় রাখবেন

- রাম নবমীর (Ram Navami 2024) দিনে সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শুদ্ধ এবং শান্ত মনে ভগবান রামচন্দ্রকে স্মরণ করুন।
- ভগবান রামের পুজোতে কোনওভাবেই বাসি প্রসাদ বা শুকনো ফুল দেবেন না।
- যদি কখনও পুজো করতে করতে প্রদীপ নিভে যায় তাহলে সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান
- রাম নবমীর দিন যেকোনও ধরনের তামসিক খাবার, যথা পেঁয়াজ রসুন মাংস অথবা মদ এ সমস্ত থেকে দূরে থাকুন
- রাম নবমীতে (Ram Navami 2024) যদি উপবাস করেন তাহলে শাস্ত্রমতে এদিন আপনার রাগ, কাম, অশ্লীলতা, ঝগড়া করার মানসিকতা কমে যায়

কী কী করবেন

- অনেকেই এদিন দোলনার উপরে রামচন্দ্রকে স্থাপন করে পুজো করেন। এটিকে শুভ বলে মনে করা হয়।
- ঘুম থেকে ওঠার পরেই ভগবান রামের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করলে জীবনের সুখ শান্তি নেমে আসে।
- রাম নবমীর দিনে অনেকেই রামচরিত মানস, রাম চল্লিশা, শ্রী রাম রক্ষা স্তোত্র পাঠ করেন।
- এই দিনে হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রদের দান করা উচিত।

কী কী করবেন না

- চৈত্র নবরাত্রি সময়তে এবং রাম নবমীতে (Ram Navami 2024) কোনওভাবেই চুল দাড়ি কিছু কাটবেন না।
- তরকারিতে পেঁয়াজ বা আদা দেবেন না।
- রাম নবমীর দিনে যেকোনও ধরনের অশুভ চিন্তা থেকে দূরে থাকুন।
- রাম নবমীর দিনে কাউকে কোনও রকম কটু কথা বলবেন না।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Ram Mandir

Lord Ram

Ayodhya Dham

 Ram Navami 2024


আরও খবর


খবরের মুভি