Weekly Horoscope 15 August-21 August 2022: এই রাশির জাতকরা গোপন শত্রুদের থেকে সাবধান, দেখুন সাপ্তাহিক রাশিফল

মেষ— গুপ্ত শত্রুতা বৃদ্ধি। কর্ম ক্ষেত্রে সচেতন থাকুন। নিজের অন্যমনস্কতা বা ভুলের জন্য কর্মক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে। যানবাহন সাবধানে চালান। অবৈধ প্রণয় সংসারে অশান্তির কারণ হতে পারে। আর্থিক দিকটা বেশ ভালোই থাকবে। রাজনীতিতে, সাংবাদিকতায় ও খেলোয়াড়দের শুভ। সপ্তাহের শেষে পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ মনে আনন্দ দেবে। গৃহে আনন্দ অনুষ্ঠানের সম্ভাবনা। সন্তানের সাফল্যে গর্ববোধ। দাম্পত্য জীবনে একটু মানিয়ে চলুন। খেলোয়াড়দের শুভ। বেকারদের হঠাৎ চাকরির সুযোগ।

বৃষ— রাগ ও জেদ নিয়ন্ত্রণে না রাখলে নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝি। শত্রুরা ক্ষতি করতে চাইবে, সচেতন থাকুন। রাজনৈতিক ঝামেলা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝখান থেকে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে। আগুন ও ইলেকট্রিক থেকে সাবধানে থাকুন। দাম্পত্য জীবন অতি মধুর। প্রেম সুপারহিট। বাড়িতে অতিথি সমাগম। সপরিবারে কোনও সভা-সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতাদান। মাদকদ্রব্য ও অসৎ বন্ধু এড়িয়ে চলুন। বিবাহযোগ্য ক্ষেত্রে হঠাৎ কোনও সম্বন্ধ আসতে পারে। খেলোয়াড়দের শুভ। ছাত্র-ছাত্রীদের জন্যও ভালো সময়। ব্যবসায় বিনিয়োগ করুন। বস্ত্র ব্যবসায়ী, হোটেল, মুদিখানা, মিষ্টির ব্যবসায় লাভ।

মিথুন— প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য। অযথা খরচা এড়িয়ে চলুন, নতুবা সঞ্চয় হ্রাস। সম্পত্তি প্রাপ্তির দিক থেকে সময়টা শুভ। কোনও উপহার প্রাপ্তির সম্ভাবনা। সন্তানের সাফল্যে গর্ববোধ। সামাজিক সম্মান প্রাপ্তি। কর্মক্ষেত্রে বসের প্রশংসার মাঝেমধ্যে মাথার যন্ত্রণায় কষ্ট। ব্যবসায়ে অধিক পরিশ্রম সত্ত্বেও মনের মতো লাভ হবে না। প্রেমে সাফল্য এমনকি একাধিক প্রেমের যোগ রয়েছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তি। খেলোয়াড়দের শুভ। ছাত্র-ছাত্রীদের শুভ। বলা যেতে পারে এই সপ্তাহটা আপনার জন্য সার্বিক শুভ। ডাক্তারবাবু, শিক্ষক, নার্সিংহোমের ব্যবসার লাভ।

কর্কট— কর্মসূত্রে ভ্রমণযোগ। আর্থিক একটু চাপ থাকবেই তবে প্রয়োজনীয় জিনিসের অসুবিধা হবে না। শিল্পীদের শুভ। যানবাহন সাবধানে চালান, দুর্ঘটনার যোগ আছে। বেকারদের কর্মসংস্থান। পাওনা অর্থ উদ্ধার করতে অনেক কষ্ট হবে। প্রেমিক প্রেমিকার এক সঙ্গে কোনও হোটেল বা রেস্তোঁরায় খেতে যাওয়ার যোগ। ছাত্র-ছাত্রীদের শুভ। বিশেষত কারিগরী ছাত্র ছাত্রীদের জন্য ভালো সময়। খেলোয়াড়দের শুভ। অবিবাহিতদের বিয়ের হঠাৎ সম্বন্ধ আসতে পারে। গৃহে শুভ অনুষ্ঠান। ব্যবসায় লাভ।

সিংহ— ভোগ বিলাসিতায় অত্যাধিক অর্থব্যয়। সন্তানের স্বাস্থ্য চিন্তার বিষয় হতে পারে। গৃহে অতিথিও বন্ধু সমাগম। কোনও নিকটজনের মৃত্যুসংবাদ পেতে পারেন। মানসিক চিন্তা কিছু না কিছু থাকবেই। ব্যবসায় হঠাৎ অশান্তি, সেটা যে কোনও কারণেই হতে পারে। সজাগ থাকুন। খামখেয়ালি আচরণের জন্য প্রেমে কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে। মনে ধার্মিক ভাব বৃদ্ধি। ছাত্র-ছাত্রীদের আঘাতপ্রাপ্তির যোগ। উচ্চ রক্তচাপের রোগীরা ও থাইরয়েডের রোগীরা সচেতন থাকুন।

কন্যা— রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে না পড়াই ভালো। প্রেমে সাফল্য। খরচা বৃদ্ধি। পারিবারিক কারণে উপহার দেওয়ার জন্য দামী কিছু কিনতে হতে পারে। বেকারদের অস্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। সর্দি-কাশিতে কষ্টভোগ। দাম্পত্য জীবনে হঠাৎ মতভেদ, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। যে কোনও কাজ একটু মাথা ঠান্ডা রেখে করুন। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় সুফল। সরকারি কর্মচারীদের চাপ বৃদ্ধি। যানবাহন সাবধানে চালান। মোটরসাইকেল আরোহীরা হেলমেট পড়বেন অবশ্যই। গাড়ির কাগজপত্র দেখে নিন। ছাত্র-ছাত্রীদের শুভ ফল লাভ। মায়ের হঠাৎ শরীর খারাপ চিন্তার কারণ হতে পারে।

তুলা— গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা সফল হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। খেলোয়াড়দের শুভ। কর্মক্ষেত্রে সাফল্য লাভ। চোখের রোগে কষ্ট। পাওনা অর্থ আংশিক উদ্ধার। বেকারদের অস্থায়ী চাকরির সুযোগ। কর্মচারীদের জন্য নতুন কিছু কেনার ঝোঁক। নিকটজন থেকে মানসিক আঘাত প্রাপ্তি। প্রেমের ক্ষেত্রে ঝামেলা। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি। ছাত্রছাত্রীদের জন্য শুভ ফলের সম্ভাবনা।

বৃশ্চিক— বিপদের সময় বা প্রয়োজনে বন্ধুদের সহায়তা পাবেন। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণের যোগ। মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি। খুব পরিচিত জন থেকে মানসিক আঘাত। উপহার প্রাপ্তি। সাহিত্যিক, ডাক্তারবাবু, উকিল ও রাজনীতিবিদদের শুভ। বিদেশ থেকে শুভ সংবাদ প্রাপ্তি। বেকারদের কর্মব্যস্ততা বৃদ্ধি। ব্যবসায় লাভ। শেয়ার ব্যবসায় লাভ। খেলোয়াড়দের শুভ। ছাত্র-ছাত্রীদের শুভ। প্রেমে সাফল্য লাভ। দাম্পত্য জীবন সুখের। সঙ্গীত শিল্পীদের শুভ।

ধনু— মনটা মাঝে মাঝে একটু উদাস থাকবে। রাস্তাঘাট সাবধানে পারাপার করুন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি। রাগ নিয়ন্ত্রণে রাখুন। মায়ের শরীর খারাপ চিন্তার কারণ হতে পারে। হজম সংক্রান্ত সমস্যায় কষ্ট লাভ। খুব নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝি। পাওনা অর্থ আংশিক উদ্ধার। ছাত্র-ছাত্রীদের সুফল। দাম্পত্য জীবনে শুভ মিশ্র ফল। প্রেমে আনন্দলাভ। হোটেল রেস্তোঁরায় সপরিবারে খেতে যাবার যোগ।

মকর— বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি। প্রেমে ঝামেলা, তবে বড় আকার নেবে না। সপ্তাহের মাঝখান থেকে মনে আনন্দ ভাব বৃদ্ধি। সাংবাদিক ও অস্ত্র ব্যবসায়ীদের শুভ। কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে হঠাৎ বিঘ্ন আসতে পারে। সংসারে নিকট জনের ব্যবহারে কষ্ট পেয়ে মনে বৈরাগ্য ভাব আসতে পারে। শ্বশুরবাড়ি থেকে দামি কিছু জিনিস উপহার পেতে পারেন। সেটা পোশাক বা গাড়ি বা মোবাইল হতে পারে। কিছু উপহার প্রাপ্তি। কোনও দুঃসংবাদ পেতে পারেন। সপ্তাহের শেষে ব্যবসায় নতুন উদ্যোগে সাফল্য। ছাত্র-ছাত্রীদের আরও সচেতন থাকতে হবে। খেলোয়াড়দের শুভ। দাম্পত্য জীবন মধুর। অবিবাহিতদের বিবাহের সম্বন্ধ আসতে পারে।

কুম্ভ— পিতা বা কোনও গুরুজন ব্যক্তির শরীর চিন্তার বিষয় হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। প্রেমে ঝামেলা এমনকি প্রেম ভেঙেও যেতে পারে। ভাইয়ের সঙ্গে সম্পত্তিগত ঝামেলা হতে পারে। ডাক্তারবাবু, উকিলবাবুদের শুভ। অর্থ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অসৎ বন্ধুদের থেকে দূরে থাকুন। মাদকদ্রব্য সেবন অত্যন্ত হানিকর হতে পারে। দুই নম্বরি কাজ এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। ছাত্রছাত্রীর জন্য শুভ। দাম্পত্যজীবনে শুভ অশুভ মিশ্র ফল। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। বেকারদের অস্থায়ী কর্ম লাভ।
