img

Follow us on

Monday, May 06, 2024

Maharasthra Political Crisis: এবার ভাঙন শিবসেনা পরিবারে, শিন্ডে শিবিরে উদ্ধবের ভাইপোও!

বাল ঠাকরের ছোট ছেলের প্রাক্তন স্ত্রী স্মিতা ঠাকরেও দেখা করেছেন একনাথের সঙ্গে...

img

একনাথ শিন্ডের সঙ্গে দেখা করলেন নীহার ঠাকরে। নিজস্ব চিত্র

  2022-07-30 12:45:17

মাধ্যম নিউজ ডেস্ক: দলে ভাঙন ধরেছিল আগেই। এবার ভাঙন ধরল শিবসেনার (Shiv Sena) পরিবারেও! মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ানোর পর এতদিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পাশ থেকে সরে যাচ্ছিলেন একের পর এক বিধায়ক। এবার সদ্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরে নাম লেখালেন উদ্ধবের ভাইপো নীহার ঠাকরে (Nihar Thackeray)। শিবসেনার এই ‘ডামাডোলে’র আগে রাজনৈতিকভাবে তেমন সক্রিয় ছিলেন না নীহার। ইদানিং হয়েছেন। এবং হয়েই দেখা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডের সঙ্গে। শিন্ডের সঙ্গে দেখা করে তাঁর প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন নীহার।

নীহার পেশায় আইনজীবী। রাজনৈতিক ও পারিবারিকভাবে শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের আত্মীয়দের মধ্যে কোনও ঘনিষ্ঠতা না থাকলেও, নীহারের এই সিদ্ধান্ত উদ্ধবের জন্য বড় ধাক্কা বলেই ধারণা রাজনৈতিক মহলের। শিবসেনা, কংগ্রেস এবং এনসিপিকে নিয়ে গঠিত মহাবিকাশ আঘাড়ি জোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার পক্ষপাতী ছিলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তা নিয়ে উদ্ধরের সঙ্গে বিবাদ বাঁধে শিন্ডের। অনুগত বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাট ও আসামে উড়ে যান একনাথ। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন একনাথ।

আরও পড়ুন : শিবসেনা কার? উদ্ধব, শিন্ডেকে তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

এর পরেই আসল শিবসেনা কে, তা নিয়ে বিবাদ শুরু হয় উদ্ধব-শিন্ডে শিবিরের। শিবসেনার প্রতীক তির-ধনুক পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শিন্ডে শিবির। এর পরেই উদ্ধব শিবিরের পক্ষ থেকে পিটিশন দাখিল করা হয়েছে আদালতে। জানা গিয়েছে, শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের তিন ছেলে। তাঁর মধ্যে বড় ছেলে বিন্দুমাধব। প্রয়াত বিন্দুমাধবের ছেলে নীহার। পেশায় বিন্দুমাধব হিন্দি সিনেমার প্রযোজক ছিলেন। তিনি কখনও সরাসরি রাজনীতিতে ছিলেন না। তাঁর ছেলের একনাথ শিবিরে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বইকি!সূত্রের খবর, কেবল নীহার নন, বাল ঠাকরের ছোট ছেলের প্রাক্তন স্ত্রী স্মিতা ঠাকরেও দেখা করেছেন শিন্ডের সঙ্গে।

উদ্ধব বলেন, আমার সরকার গিয়েছে। মুখ্যমন্ত্রীর পদ গিয়েছে। এতে আমার কোনও দুঃখ নেই। কিন্তু আমার নিজের লোকেরা বিশ্বাসঘাতকদের শিবিরে নাম লেখাচ্ছেন! আমার যখন অস্ত্রোপচার হচ্ছিল, তখনও তাঁরা আমার সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি বলেন, আদালত এবং রাস্তা সর্বত্রই জয়ী হবে শিবসেনা।

আরও পড়ুন : নির্বাচন কমিশনকে রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবির

Tags:

shiv sena

Uddhav Thackeray

Eknath shinde

Maharasthra

Maharasthra Political Crisis

nihar Thackeray


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর