img

Follow us on

Monday, May 06, 2024

Indian Mountaineer Missing: চিন সীমান্তে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী! নিছকই কি দুর্ঘটনা?

চিন সীমান্তের কিছুটা দূরে পূর্ব হিমালয়ের তুষার আচ্ছাদিত মাউন্ট কায়ারিসাতামের দিকে যাচ্ছিলেন তাপি।

img

অরুণাচলের নিখোঁজ পর্বতারোহী।

  2022-08-31 16:31:24

মাধম নিউজ ডেস্ক: কয়েকদিন পরেই মাউন্ট এভারেস্ট (Mount Everest) অভিযানে যাওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রথম পর্বতারোহী তাপি ম্রা (Tapi Mra)। কিন্তু নতুন অভিযানে বেরিয়ে হঠাৎই তিনি নিখোঁজ। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্যে। প্রশ্ন উঠছে, নিছকই এটা দুর্ঘটনা নাকি চিনের (China) সেনার হাত রয়েছে এই ঘটনার পিছনে?

আরও পড়ুন: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র, কর্নাটকের হুব্বালি ইদগাহ ময়দানে হবে গণেশ উৎসব

দিন সাতেক আগে চিন সীমান্তের কিছুটা দূরে পূর্ব হিমালয়ের তুষার আচ্ছাদিত মাউন্ট কায়ারিসাতামের (East Kameng district) দিকে যাচ্ছিলেন তাপি। সঙ্গী ছিলেন বন্ধু নিকু দাও। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ তুষার ঢাকা শৃঙ্গ খায়ার সাতাম (Mount Kyarisatam) জয় করাই ছিল তাঁদের লক্ষ্য। আর তার জন্য দুর্গম পথ পেরিয়ে ৬৯০০ মিটার উচ্চতা আরোহন করতে হতো তাঁদের। সময় লাগার কথা ছিল প্রায় সাত দিন। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। দুই পর্বতারোহীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের সঙ্গে ছিলেন দু’জন সহকারি। তাঁরাই প্রশাসনকে অবগত করেন।

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

দুই পর্বতারোহীর নিখোঁজের পর তাঁদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ডাকা হয়েছে দু’টি সেনা হেলিকপ্টারও। প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশি অভিযানে বিঘ্ন ঘটেছে বার বার। বাধ্য হয়ে একটি দলকে পাঠানো হয়েছে পায়ে হেঁটে। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মামা নাতুং বলেছেন, "চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে তল্লাশি অভিযান ও উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। তাই প্রশাসনকে পায়ে হেঁটে অনুসন্ধান অভিযান চালানোর নিদের্শ দেওয়া হয়েছে।" পর্বতারোহণ ও প্যারাগ্লাইডিং সংস্থার পক্ষ থেকে ৩৭ বছর বয়সি তাপি ম্রা’কে খুঁজে বের করার আবেদন করা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Mt Everest

China border

Arunachal Climber


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর