কেমন যাবে আজকের দিনটি (মঙ্গলবার ০৬/০২/২০২৪)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।
২) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে।
৩) সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না।
বৃষ
১) কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে।
২) অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে।
৩) আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে।
মিথুন
১) অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে।
২) শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে।
৩) কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন।
কর্কট
১) দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে।
২) টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে।
৩) শারীরিক অবস্থা ভাল থাকবে না।
সিংহ
১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে।
২) নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না।
৩) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
কন্যা
১) কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না।
২) সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে।
৩) মনটা বিচলিত ও অশান্ত থাকবে।
তুলা
১) মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে।
২) কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে।
৩) কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা।
বৃশ্চিক
১) মনের উপর চাপ বৃদ্ধি।
২) কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন।
৩) শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক।
ধনু
১) কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে।
২) প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে।
৩) দেবালয় ভ্রমণ যোগ।
মকর
১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে।
২) অর্থভাগ্য চলনসই থাকবে আজকে।
৩) কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে।
কুম্ভ
১) দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে।
২) কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই।
৩) কোনও দুর্নামের ভাগীদার হতে হবে।
মীন
১) সর্বাঙ্গীণ সতর্ক হয়ে চলুন।
২) হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে।
৩) বিশ্বাসীজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।