কেমন যাবে আজকের দিনটি (সোমবার ০৫/০২/২০২৪)
প্রতিনিধিত্বমূলক ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে।
২) গৃহে আত্মীয়ের আগমন।
৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।
বৃষ
১) কর্মক্ষেত্র গতানুগতিক।
২) টুকটাক অর্থ হাতে আসবে।
৩) কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ।
মিথুন
১) মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে।
২) শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে।
৩) কোনও সুসংবাদ পাবেন।
কর্কট
১) মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে।
২) কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই।
৩) শরীর খারাপ হতে পারে।
সিংহ
১) মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে।
২) অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে।
৩) কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে।
কন্যা
১) মানসিক চাপ কিছুটা কমবে।
২) কর্মক্ষেত্রের পরিবেশ প্রতিকূল।
৩) আর্থিক ও আয় নিতান্ত চলনসই।
তুলা
১) দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে।
২) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।
৩) পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে।
বৃশ্চিক
১) কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে।
২) আর্থিক অনটন বর্তমান থাকবে।
৩) হঠাৎ কিছু অর্থ হাতে আসবে।
ধনু
১) আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে।
২) আর্থিক টানও কিছুটা রয়ে যাবে।
৩) কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন।
মকর
১) ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে।
২) উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন।
৩) গৃহে দূর স্বজনের আগমন।
কুম্ভ
১) অযাচিত কিছু অর্থ হাতে আসবে।
২) ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।
৩) ভালো কথা বললেও খারাপ হয়ে দেখা দেবে।
মীন
১) কোনও আত্মীয়ের সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে।
২) কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন।
৩) মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।