img

Follow us on

Monday, Apr 29, 2024

West Bengal: ২০ হাজার একর সরকারি জমি বেচবেন মুখ্যমন্ত্রী মমতা

২০ হাজার একর সরকারি জমি বেচবেন মুখ্যমন্ত্রী মমতা

  2023-01-12 20:33:07

২০হাজার একর সরকারি জমি খোলা বাজারে বিক্রির অনুমোদন রাজ্য মন্ত্রিসভায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সরকারি ভাবে কেউ কিছু না বললেও প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে ১৯৫৫ সালের জমি আইনের সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।  

বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই, জমি আইনের উর্দ্ধসীমা তুলে দিতে সংশোধনী বিল পেশ করা হবে বলে খবর। প্রশাসনিক সূত্রে খবর, অনেকেই সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি নিয়ে, কিছু না করে ফেলে রেখে দেয়। সেই সরকার আর ফেরতও পান না। ফলে ঐ অসৎ শিল্প মালিকদের কাছে প্রস্তাব দেওয়া হবে,যাতে লিজ নেওয়া জমি তাঁরা বাজার দরে কিনে নিতে পারবে। অর্থাৎ লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড।  

লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড

অর্থাৎ সরকারি জমির দখল পেয়ে যাবে, জমি মাফিয়ারা। গোটা রাজ্যে বিভিন্ন জেলায় কত পরিমাণ জমি এখন হাতে সরকারের রয়েছে? শিল্পের জন্য অধিগৃহীত জমির পরিমাণ প্রায় কুড়ি হাজার একর।২০ হাজার একর

লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড। জমি হাঙরদের হাতে চলে যাবে ২০ হাজার একর পরিমাণ জমি। যদিও বলা হয়েছে, লিজ হোল্ডারদের জমির মালিকানা অর্থাৎ ফ্রি হোল্ড দিলে জমি মাফিয়ারা যাতে কোনও সুযোগ নিতে না পারে তার জন্য বেশ কিছু শর্তও দেওয়া হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হবে –
 
সরকার যে কাজের জন্য জমি দিয়েছিল, জমির মালিকানা পাওয়ার পর সেই কাজই করতে হবে। অন্য কিছু করা যাবে না। 
সরকার বিভিন্ন শিল্প গড়তে ৯৯ বছরের লিজ দেয়। 
এই জমিগুলিরই ফ্রি হোল্ড দিতে চাইছে রাজ্য সরকার। 
বাজার দরে লিজ হোল্ডাররা জমি কিনলে রাজ্য সরকারের আয় বাড়বে। 
ভূমি আইন সংশোধন করতে পারলে আবাসন শিল্পেও অনেক সমস্যা মিটবে।

ভূমি দফতর সূত্রে খবর বেশিরভাগ ক্ষেত্রেই শিল্প মালিকরা জমি নিয়ে আটকে রাখেন সেই জমি হাতে পেতে সরকারের ঘাম ছুটে যায়। এই জমির উর্দ্ধসীমা সংশোধনী পাশ হলে কার্যত জমি হাঙ্গর মাফিয়াদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। এই মূহুর্তে রাজ্যে খাস জমির পরিমাণ প্রায় আড়াই লক্ষ একর। এরপর হাত পড়বে এই সব জমিতে। কারণ সরকারের যে কোন দফতর, যেমন সেচ, পূর্ত, বন, বিদ্যুৎ,  শিক্ষা, পরিবহণ, পঞ্চায়েত সরকারের নামে জমি অধিগ্রহণ করবে, তারপর বেচে দেবে ল্যান্ড শার্কদের হাতে। ফলে বিপাকে পড়বে বাংলার কৃষক  বাংলার কৃষি। 

----লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড
---কী ভাবে আসছে বিপদ?
* পাট্টার সুযোগ থেকে বঞ্চিত হবেন ভূমিহীনরা।
* রাজ্যে বেনামি জমির দখল দার বাড়বে
* বিক্রি হবে সেচ, পূর্ত, বন শিক্ষা, পঞ্চায়েতের হাতে থাকা জমি
* হাত পড়বে চা বাগানের জমিও

যে কৃষিজমি বাঁচাওয়ের আন্দোলন করে রাজ্যকে শিল্পবন্ধ্যা রাজ্যে পরিণত করেছিলেন সেদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিঙ্গুরের সরকারের জমির পরিমাণ ছিল সাড়ে নশো একর। এবার ২০ হাজার একরের জমি লুঠের দরজা খুলছেন নকল আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মুখোশ খুলে পড়ছে মুখ্যমন্ত্রী মমতার। 

Tags:

West Bengal news

Mamata Banerjee

BJP West Bengal

CM Mamata Banerjee

West Bengal

bangla news

Bengali news

Bengal

Chief Minister

mamata banerjee latest news

mamata banerjee news

west bengal news today

Madhyom 

west bengal chief minister

west bengal chief minister mamata banerjee

west bengal latest news

bengal politics

chief minister mamata banerjee

west bengal land scam

chief minister mamata

government land for sale

lease government land

government land free hold

government land for lease

government

lease hold to free hold

20 thousand Acers

20 thousand acres land

sell 20 thousand acres