Indian CEOs: বিশ্বের তাবড় তাবড় সংস্থা চালাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতেরা! তালিকায় যুক্ত হলেন নীল মোহন

ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। এর আগে ইউটিউবের সিইও পদে ছিলেন সুজ়ান ওয়োজ়সিকি। তিনি পদ ছাড়ার পরই দায়িত্ব নিলেন নীল। নীল বাদেও কিন্তু বহু ভারতীয় বংশোদ্ভূত বসে রয়েছেন বিশ্বের তারড় তাবড় সংস্থার শীর্ষ পদে। জানেন তাঁরা কারা?

সুন্দর পিচাই: গুগলের সিইও পদে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।

সত্য নাদেলা: ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের সিইও হন সত্য নাদেলা।

সন্দীপ কাটারিয়া: ২০২১ সালে বাটা গ্লোবালের সিইও পদের দায়িত্ব পান সন্দীপ কাটারিয়া।

জর্জ কুরিয়ান: ২০১৫ সালে নেটঅ্যাপের দায়িত্ব পান জর্জ কুরিয়ান।

নিকেশ আরোরা: আমেরিকার সাইবার সিকিউরিটি সংস্থা ‘পালো অল্টো’র সিইও নিকেশ অরোরা।

রঘুরঞ্জন রঘুরাম: ২০২১ সালের মে মাসে ভিএমওয়্যারের সিইও পদে বসানো হয় ভারতীয় বংশোদ্ভূত রঘু রঘুরামকে।

লক্ষ্মণ নরসিংহ: ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় কফিশপ চেইন স্টারবাক্সের সিইও নিযুক্ত হন লক্ষ্মণ নরসিংহ।

লীনা নায়ার: ২০২১ সালের ডিসম্বরে বিলাসবহুল ফরাসি প্রসাধনী সংস্থা শ্যানেলের দায়িত্ব পান লীনা নায়ার।

শান্তনু নারায়ণ: ২০০৭ সালের ডিসেম্বরে অ্যাডোবির সিইও পদে বসেন শান্তনু নারায়ণ।

অরবিন্দ কৃষ্ণ: ২০২০ সালের এপ্রিলে অরবিন্দ কৃষ্ণ আইবিএমের সিইও হন।
Tags: