বিমানবন্দরটির টার্মিনাসে গ্রিণ এনার্জির ব্যবহার করা হয়েছে। এই শক্তি ১০০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য।বিমানবন্দরটিকে সাজানো হয়েছে বাঁশ এবং কাঠের কার্ভিং দিয়ে। যিনি নিখুঁত ভাবে স্থপতি সাজিয়ে তোলার কাজ করেছেন সেই ব্যক্তি হলেন কলকাতার এক আর্কিটেক্ট।বিমানবন্দরে গেলে যাত্রীদের মনে হবে তাঁরা সবুজঘেরা বাগানে হাঁটছেন। ১০ হাজার বর্গ মিটারের বেশি সবুজ দেয়াল, ঝুলন্ত বাগান এবং বাইরের বাগানের মধ্য দিয়ে যাত্রীরা যাতায়াত করবেন।