Republic Day: দিল্লির রাজপথে প্রদর্শিত হল সুসজ্জিত ট্যাবলো, উঠে এল নারী শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, দেখুন ছবি

আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস। উদযাপনে শামিল গোটা দেশ। রাজধানীর কর্তব্য পথে প্রথম বার অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। নামকরণের পর এই প্রথম বার কর্তব্যপথে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ হয়েছে। তিন বাহিনীর অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজধানীর রাজপথে কুচকাওয়াজের পর বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো অংশগ্রহণ করে। এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপলক্ষ্যে বেছে নেওয়া হয়েছিল ২১টি ট্যাবলো। দেখে নিন কিছু রাজ্যের ট্যাবলো।

২ বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিল বাংলার ট্যাবলো। এবারের থিম দুর্গাপুজো।

গুজরাটের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে মোধেরা সোলার ভিলেজকে।

জিম করবেট ন্যাশনাল পার্ক এবং আলমোড়ার জাগেশ্বর ধামের ঝলক দেখা গিয়েছে উত্তরাখণ্ডের ট্যাবলোয়।

মহারাষ্ট্রের ট্যাবলোর থিম ছিল 'মহারাষ্ট্র, সাধু ও দেবতাদের দেশ'।

পর্যটন এবং সামগ্রিক সংস্কৃতির একটি ঝলক দেখা গেল লাদাখের ট্যাবলোয়।

ত্রিপুরার ট্যাবলোয় নারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পর্যটন এবং জৈব চাষের মাধ্যমে টেকসই জীবিকা তুলে ধরা হয়েছে।

অরুণাচল প্রদেশের ট্যাবলোয় সে রাজ্যের পর্যটনকে তুলে ধরা হয়েছিল। এই ট্যাবলোর থিম ছিল 'অরুণাচল প্রদেশে পর্যটন সম্ভাবনা'।

আসামের ট্যাবলোয় মা কামাখ্যার মন্দির দেখানো হয়েছে। ট্যাবলোর মাধ্যমে আসামকে বীর ও আধ্যাত্মবাদের দেশ হিসেবে তুলে ধরা হয়েছে।

কর্ণাটকের ট্যাবলোতেও দেখা গেল নারী শক্তির আভাস।

নারী শক্তি এবং নারীর ক্ষমতায়নের ঝলক দেখা গেল কেরালার ট্যাবলোয়।

জম্মু ও কাশ্মীরের ট্যাবলোর থিম ছিল 'নতুন জম্মু ও কাশ্মীর'। অমরনাথ গুহা, টিউলিপ বাগান এবং ল্যাভেন্ডার চাষের ঝলক দেখা গেল এই ট্যাবলোয়।

নারী শক্তি এবং নারীর ক্ষমতায়নের ঝলক দেখা গেল কেরালার ট্যাবলোয়।

হরিয়ানার ট্যাবলোর মাধ্যমে আন্তর্জাতিক গীতা মহোৎসব তুলে ধরা হয়েছে।

উত্তরপ্রদেশের ট্যাবলোয় অযোধ্যা দীপোৎসব তুলে ধরা হয়েছিল।
