PM Modi: প্রধানমন্ত্রী মোদির মাধ্যমে নয়া সংসদ ভবনের পথ চলা শুরু

ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন, ভিতরে দাঁড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী।

স্থাপন করা হল সেঙ্গল। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল এই সোনার রাজদণ্ড।

'সেঙ্গল' কে সাষ্টাঙ্গে প্রণাম করেন মোদি। এরপর তাঁর হাতে 'সেঙ্গল' তুলে দেন অধিনাম পুরোহিতরা।

লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া সংসদ ভবনে স্পিকারের আসনের পাশেই থাকবে সোনার রাজদণ্ড 'সেঙ্গল'। সেই মতো সেখানে সেটিকে প্রতিস্থাপিত করেন মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক 'সেঙ্গল' তুলে দেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই আধিনামের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গেই প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর এদিন প্রধানমন্ত্রী শাসক এবং বিরোধীদলের সমস্ত সাংসদদের অভিবাদন জানান। তাঁর বক্তব্যে নয় বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
