LCA Tejas: ৭ বছরে তেজস! আজ বায়ুসেনার গুরুত্বপূর্ণ সদস্য এই দেশীয় যুদ্ধবিমান

১ জুলাই ২০২৩ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট’ (LCA) সাত বছরে পা রাখছে। ২০০৩ সালে এই যুদ্ধ বিমানগুলির নামকরণ হয় ‘তেজস’।

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের যুদ্ধ বিমানগুলির বহুমাত্রিক ভূমিকা রয়েছে। দেশের বায়ুসীমার পাহারা, সমুদ্রে নজরদারি ও আঘাত হানার কাজেও এগুলিকে ব্যবহার করা যাবে। সেভাবেই বানানো হয়েছে এই যুদ্ধবিমানগুলিকে।

এই ধরনের যুদ্ধ বিমানগুলিতে রয়েছে উন্নত মানের রেডার, অত্যাধুনিক লেসার ডেসিগনেশন এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে।

বায়ুসেনায় ‘তেজস’ স্কোয়াড্রন হল ৪৫ নম্বর স্কোয়াড্রন। এদের পোশাকি নাম ‘ফ্লায়িং ড্যাগারস’। এই স্কোয়াড্রন এক সময় ‘ভ্যাম্পায়র’, ‘ন্যাট’ ও ‘মিগ-২১ বাইসন’ বিমান উড়িয়েছে। এখন তারা তেজস ওড়াচ্ছে।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিমানগুলি বিশ্বজুড়ে একাধিক সামরিক মহড়াতে সামিল হয়েছে। যেমন, মালয়েশিয়ার ‘LIMA-2019’, সৌদির ‘Dubai Air Show-2021’, সিঙ্গাপুরের ‘Air Show- 2022’ প্রভৃতি।

‘তেজস’ ভারতীয় বায়ুসেনার কাছে অপরিহার্য হয়ে উঠেছে। কারণ দৃষ্টিসীমার বাইরে লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা, ‘অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুইট’, ‘উন্নত রেডার’ আজ আলাদা মাত্রা দিয়েছে ‘তেজস’-কে।
