Indian Army: সেনার ইস্টার্ন কমান্ডের উদ্যোগে আয়োজিত হল বায়ুসেনা এবং স্থলসেনার যৌথ মহড়া

চিন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের আবহেই যৌথ সেনামহড়া চালাল ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। 'জয়েন্ট আর্মি - এয়ারফোর্স ইন্টার-থিয়েটার এয়ার মোবিলিটি অপারেশন' শীর্ষক এই মহড়া চারদিন ধরে চলে।।

উত্তর পূর্বে একটা বড় অংশে রয়েছে চিনের সঙ্গে সংলগ্ন সীমান্ত। এই সীমান্তের বিশাল এলাকা জুড়ে আকাশ সীমায় পাহারা দেয় ভারতীয় বায়ুসেনা। স্থলভাগে কাজ করে সেনা। সম্প্রতি আয়োজিত এই মহড়া সেনা ও বায়ুসেনার মধ্যে সমন্বয় বাড়াবে। এই যৌথ প্রশিক্ষণ অনেক কঠিন জিনিসকে সহজ করে দেবে।

যৌথ মহড়ায় অন্তর্ভুক্ত ছিল একটি মনোনীত অগ্রিম ল্যান্ডিং গ্রাউন্ডে বিমান অবতরণ অভিযান। এটা কত দ্রুত সেনা পরিচালনা করতে পারে তা দেখা হয়।

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে ইস্টার্ন থিয়েটারে একটি মাল্টি ডোমেন এয়ার-ল্যান্ড এক্সারসাইজ বায়ু প্রহর পরিচালনা করে।

রাতের অন্ধকারেও চলে অনুশীলন। পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন পরীক্ষা করা হয় এই মহড়ায়।
