International Yoga Day: যোগ দিবসে যোগ-চর্চায় রাষ্ট্রপতি-সহ নেতা মন্ত্রীরা

নবম বিশ্ব যোগ দিবসে যোগ সাধনায় মগ্ন রইলেন রাষ্ট্রপতি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা। সকলকেই যোগাসনে বসতে দেখা গেল। এই দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিজের ভবনে যোগ ব্যায়াম করেন। তার ছবি সকাল নটায় টুইটারে পোস্ট করা হয়। তাঁর কথায়, বিশ্বের কাছে ভারতের মহান দান এই যোগব্যায়াম।

২১শে জুন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। জয়পুরে শরীর চর্চায় মগ্ন রাজ্যবর্ধন সিং রাঠৌর।

উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। যোগব্যায়ামের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারত তার ঐতিহ্যকে তুলে ধরেছে। যোগ চর্চা লোকসভার স্পিকার ওম বিড়লার।

হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে যোগাসন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এই দিন যোগাসন করেন। সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার প্রমুখ।

যোগ চর্চায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

শরীর চর্চা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের।
