INS Vagir: প্রকাশ্যে ভারতীয় নৌসেনার নতুন সাবমেরিন 'বাগির', হয়ে গেল আনুষ্ঠানিক উদ্বোধন

নৌসেনার অন্তর্ভুক্ত করা হল। বিশাল অস্ত্রভাণ্ডারের অধিকারী এই 'বাগির'-কে 'লিথাল প্ল্যাটফর্ম' বলে উল্লেখ করেছেন নৌসেনা প্রধান।

চিনের বিরুদ্ধে এটাই হতে চলেছে ভারতের নতুন অস্ত্র।

এই নিয়ে ভারতের ঝুলিতে এল পাঁচটি সাবমেরিন।

'বাগির' শব্দের অর্থ বালির হাঙর বা স্যান্ড শার্ক। হাঙরের মতোই আক্রমণাত্মক এই সাবমেরিন।

এই সাবমেরিনে লাগানো রয়েছে একাধিক সেন্সর।

শত্রুপক্ষের সাবমেরিনের ছোড়া টর্পেডোকে বিভ্রান্ত করারও ক্ষমতা রয়েছে বাগিরের।

ডিজেলচালিত ইঞ্জিনটি সহজেই দ্রুত ব্যাটারি রিচার্জ করতে পারে।

ভারতীয় নৌসেনার আগেও 'বাগির' নামের একটি সাবমেরিন ছিল। সেই ডুবোজাহাজটি ছিল রুশ এবং স্পেনের যৌথ প্রযুক্তিতে বানানো। এই সাবমেরিন তৈরিতে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা প্রযুক্তি।
Tags: