Sikkim: হড়পা বানে বিধ্বস্ত সিকিমে উদ্ধার কাজে সাফল্য ভারতীয় সেনার, দেখুন ছবিতে

হড়পা বানের জেরে কার্যত বিধ্বস্ত সিকিম। শতাধিক মানুষ নিখোঁজ। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উত্তর সিকিমের বেশ কিছু গ্রাম। এই গ্রামগুলির বাসিন্দাদের উদ্ধার কাজে নামল ভারতীয় সেনার ত্রিশক্তি বাহিনী।

বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রাম রাবোমে পৌঁছেছে উদ্ধারকারীদের একটি দল।

সেনা সাহায্যের হাত বাড়াতেই দলে দলে ভিড় করলেন দুর্গতরা।

হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে ১৫০-২০০ বিপন্ন মানুষকে।

কেবল স্থানীয় বাসিন্দারা নন, সিকিমে বেড়াতে গিয়ে যাঁরা আটকে পড়েছিলেন বিভিন্ন এলাকায়, তাঁদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

সব মিলিয়ে পর্যটকের সংখ্যা ২০০০। এঁদের মধ্যে ৬৩ জন বিদেশিও রয়েছেন। এঁদের সবাইকেই উদ্ধার করতে প্রাণপাত করছেন জওয়ানরা। এঁদের পরিজনরা যাতে চিন্তা না করেন, তাই চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তাঘাট মেরামতির কাজ।
