Indian Air Force: জাপানের সঙ্গে যৌথ অনুশীলনে ভারতীয় বায়ু সেনা, দেখুন 'বীর গার্ডিয়ান ২০২৩'-এর কিছু ছবি

এবছর প্রথমবার ১০-২৬ জানুয়ারি জাপান-ভারতের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল 'বীর গার্ডিয়ান ২০২৩' এক্সারসাইজ (Exercise Veer Guardian 2023)৷ ভারত ও জাপানের মধ্যে এই দ্বিপাক্ষিক এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, মূলত আগ্রাসী চিনের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অনুশীলনে অংশ নিয়েছিল ভারতীয় বায়ু সেনা এবং জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স৷

এটি জাপানের হায়াকুরি এয়ার বেসে হয়েছে৷

এই অনুশীলনে ভারতের ৪টি এসইউ-30 এমকেআই (SU-30 MKI), দু'টি সি-১৭ গ্লোবমাস্টার্স (C-17), এবং একটি আইএল-৭৮ ট্যাঙ্কার ছিল৷

আবার জাপান এফ-২ এবং এফ-১৫ এয়ারক্রাফ্ট নিয়ে এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল।

১৬ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ চলাকালীন, দুটি দেশের বায়ু সেনা একাধিক সিমুলেটেড অপারেশনাল পরিস্থিতিতে জটিল এবং বিমান কৌশলে নিযুক্ত ছিল।

এই অনুশীলনে দুই দেশের বায়ু সেনার অংশগ্রহণকারী ক্রু সদস্যরা একে অপরের অপারেটিং সিস্টেম দেখার জন্যে একে অপরের যুদ্ধবিমানেও উড়েছিল।

অনুশীলন চলাকালীন ভারতীয় বায়ু সেনা ও জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্সের জওয়ানরা উভয় পক্ষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দৌরাত্ম্য বেড়ে চলেছে৷ যা ভারত এবং জাপান, দু'দেশেরই দুশ্চিন্তার কারণ৷ দু'দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক বায়ু সেনা অনুশীলনে ভারত-জাপানের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে। তাই এই উদ্যোগ।
