Air Crash: রাজস্থানে ভেঙে পড়ল 'মিগ-২১' যুদ্ধবিমান, নিহত ৩ মহিলা

সোমবার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে, রাজস্থানের হনুমানগড় জেলায়। তিনজন মহিলার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, আহত হয়েছেন আরও কয়েকজন।

রুটিন ট্রেনিং করছিল ওই যুদ্ধ বিমান, এমনটাই জানা গেছে। রাজস্থানের সুরাতগড় জেলার গঙ্গানগর এয়ারবেস থেকে এই বিমান ওড়ে এবং সকাল ৯টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে।

জানা যাচ্ছে, ওই যুদ্ধবিমান হনুমানগড়ের বাহলোল নগরে একটি বাড়ির ছাদে ভেঙে পড়ে। ওই বাড়িরই তিন মহিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বায়ুসেনা।

বিমানের পাইলটকে স্থানীয়রা উদ্ধার করেন বলে জানা যাচ্ছে। পাইলটের আঘাত খুব গুরুতর নয়, স্থানীয় মানুষজন তাঁর চিকিৎসারও ব্যবস্থা করেন।

হনুমানগড় জেলাতে যুদ্ধবিমান ভেঙে পড়ার পরেই, দুর্ঘটনাস্থলে সোমবার সকালে স্থানীয়দের ভিড় জমে যায়।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, রত্তি রাম নামের একজনের বাড়ির ছাদে ওই বিমান ভেঙে পড়ে। তাঁর স্ত্রী বাশো কৌর ছাড়া আরও ২ মহিলা ( লীলা দেবী, বান্তো কৌর) মারা যান।
