Holi: রঙে রঙে রঙিন কাশ্মীর থেকে কলকাতা

একলা পেয়েছি তোমায়! রঙের উৎসবে মেতে ছোট থেকে বড়।

ফাল্গুন পূর্ণিমার রাতে বিহারে হোলিকা দহন করা হয়। শস্য, গোবর, পাতা,, ইত্যাদি দিয়ে হোলিকা বানিয়ে সেটা পোড়ানো হয় এদিন। এখন নানা জায়গায় এই রীতি পালন করা হয়।

আজ হোলি খেলব শ্যাম! কলকাতায় দোল যাপন।

রঙে রঙে রঙিন আকাশ! দিল্লি থেকে বেনারস রঙের উৎসবে মেতেছে সারা দেশ।

খেলব হোলি---রঙ দেব না! সারা দেশে আজ একটাই সুর।

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব পালিত হয়। এখন অবশ্য কলকাতার একাধিক জায়গা সহ রাজ্যের অন্যান্য প্রান্তেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়।

থানেতে দোল।

কাশ্মীরে রঙিন সেনারা।
Tags: