Dussehra Celebrated In Kashmir: উপত্যকায় রাবণ-দহন! কাশ্মীরে সাড়ম্বরে পালিত হল দশেরা উৎসব

মঙ্গলবার সন্ধ্যায় কাশ্মীর উপত্যকায় দশেরা উৎসব পালিত হল। পুরুষ থেকে মহিলা ও শিশু— সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দশেরা উৎসব অনুষ্ঠানটি আয়োজন করেছিল কদল ফাউন্ডেশন এবং কাশ্মীরি পণ্ডিত সংগ্রাম সমিতি।

হিন্দু ধর্মীয় এই অনুষ্ঠানে কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দশেরা উৎসবের এই অনুষ্ঠানটি মূলত কাশ্মীরের শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।

দশেরা উৎসবে কাশ্মীরের শিশুরা রাম, লক্ষ্মণ এবং সীতার সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যোগদান করে।

দহনের জন্য রাবণের কুশপুত্তলিকায় কেরোসিন ঢেলে দিচ্ছেন একজন কেন্দ্রীয় সেনা জওয়ান।

রাবণের মূর্তি দাহ করার সময় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে ময়দান চত্বরে টহল দিচ্ছেন।

শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাথের বিশাল মূর্তি পোড়ানো হয়।

অশুভ শক্তিকে বিনাশ করতে অস্ত্র দিয়ে রাবণবধ পর্ব চলে।

কুশপুত্তলিকার সঙ্গে আতশবাজি পোড়ানো হয় কাশ্মীরে।
