Central Vista: তৈরি নতুন সংসদ ভবন, একনজরে দেখে নিন ভিতরের চমকপ্রদ ছবি

ভারতের নতুন সংসদ ভবনের অন্দরচিত্র প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। রাইসিনা হিলসের এই নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের অংশ। এই নয়া সংসদ তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে। বর্তমানে এই ভবনের নির্মাণের কাজ পুরোদমে চলছে। চলতি বছরর মার্চ মাসেই নতুন সংসদের উদ্বোধন হতে পারে বলে মনে করা হচ্ছে।

এটি লোকসভা হলের ছবি। এই লোকসভায় এখন ৮৮৮ জন সাংসদ বসতে পারবেন। পুরনো সংসদ ভবনের কেন্দ্রীয় হলে ৪৪০টি আসন রয়েছে। নতুন লোকসভা হলের রঙ এবং নকশা জাতীয় পাখি ময়ূর দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। যৌথ অধিবেশন চলাকালীন হলটিতে ১২৭২ টি আসন থাকতে পারে।

এটি নতুন রাজ্যসভা হল। উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভায় ৩৮৪ জন সাংসদ বসতে পারবেন।

নতুন সংসদ ভবনে অত্যাধুনিক সুবিধা নিয়ে তৈরি হয়েছে এই কনস্টিটিউশনাল হল।

৬৫ হাজার বর্গমিটার জুড়ে তৈরি হওয়া নতুন সংসদ ভবনের হল এবং অফিস কক্ষগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।

এটি কমিটি রুম। নতুন ভবনে আধুনিক অডিওভিজ্যুয়াল সিস্টেম সহ বড় কমিটি রুমও থাকবে।

সংসদ ভবনের এই বৃত্তাকার আকারের নকশাটি ১৯১৯ সালে, আর্কিটেক্ট হার্বার্ট বেকার এবং স্যার এডউইন লুটিয়েন্স দ্বারা তৈরি করা হয়েছিল।

নতুন সংসদ ভবনের লাইব্রেরিটি সদস্যদের তথ্য ও সংরক্ষণাগারের উপকরণে ভর্তি থাকবে।

দেশের সাংস্কৃতিক ও আঞ্চলিক শিল্প নৈপুণ্যের প্রতিফলন দেখা যাবে নতুন সংসদে ভবনে।

বাইরে থেকে নতুন সংসদ ভবন। এটি পুরনো সংসদ ভবনের ঠিক সামনে। আগের সংসদ ভবনেও সংস্কার করা হচ্ছে।
