img

Follow us on

Sunday, Jun 16, 2024

Swami Swaroopanand Saraswati: প্রয়াত শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী, ট্যুইটে শোকবার্তা প্রধানমন্ত্রীর

রবিবার মধ্যপ্রদেশের নরসিংহপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

img

স্বামী স্বরূপানন্দ সরস্বতী

  2022-09-12 14:56:55

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন দ্বারকাপীঠের (Dwarka peeth) শঙ্করাচার্য (shankaracharya) স্বামী স্বরূপানন্দ সরস্বতী (Swaroopanand Saraswati)। রবিবার মধ্যপ্রদেশের নরসিংহপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইনি একজন ভারতীয় ধর্মীয় নেতা ছিলেন ও পরে ১৯৮২ সালে দ্বারকার শারদা পীঠের শঙ্করাচার্য হয়েছিলেন। সংবাদমাধ্যমে জানা যায়, গতকাল দুপুর ৩:৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে কার্যত শোকের ছায়া সারা আশ্রম জুড়ে। আজ, সোমবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

স্বরূপানন্দ সরস্বতী ১৯২৪ সালের ২ সেপ্টেম্বর, মধ্যপ্রদেশের সেওনি জেলার দিঘোরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বারাণসী সহ ভারতের পবিত্র স্থানগুলি দেখার জন্য মাত্র ৯ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং ধর্মীয় জীবন যাপন করতে শুরু করেন। তাঁর বিষয়ে কিছু অজানা তথ্য জেনে নিন।

  • মাত্র ১৯ বছর বয়সে, স্বরূপানন্দ সরস্বতী 'ভারত ছাড়ো' আন্দোলনে যোগ দিয়ে একজন স্বাধীনতা সংগ্রামী হন। তিনি 'বিপ্লবী সাধু' নামেও পরিচিত এবং তাঁর ১৫ মাসের জন্য জেলও হয়েছিল।
  • স্বরূপানন্দ সরস্বতী রামরাজ্য পরিষদ পার্টির সভাপতি ছিলেন।
  • স্বামী স্বরূপানন্দ সরস্বতীর নাম কংগ্রেস পার্টির  রাজনীতির সাথে যুক্ত হয়েছে এবং বলা হয়েছে যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীরও বন্ধু ছিলেন।
  • ২০১৬ সালে ফেব্রুয়ারীতে, তিনি সনাতন ধর্মের অংশ হওয়ার জন্য ইসকনের দাবি নিয়ে প্রশ্ন তোলেন।
  • ১৯৭৩ সালে, স্বামী কৃষ্ণবোধ আশ্রমের মৃত্যুর পর, জ্যোতির মঠের শঙ্করাচার্যের উপাধি, বদ্রীনাথ, স্বামী স্বরূপানন্দকে দেওয়া হয়।
  • স্বামী স্বরূপানন্দ জম্মু ও কাশ্মীর (J&K) থেকে ৩৭০ ধারা সরিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে এটি বাতিল করা হলে কাশ্মীর উপত্যকার মানুষের এতে উপকার হবে।

আরও পড়ুন: ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, কাশ্মীরে বললেন গুলাম নবি আজাদ

দেশজুড়ে অগণিত ভক্ত রয়েছে তাঁর। সদ্যই তাঁর ৯৯তম জন্মদিনও উদযাপন করা হয়েছিল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগি আদিত্যনাথ ও প্রিয়াঙ্কা গান্ধী সহ প্রমুখ নেতারা।

 

Tags:

Swami Swaroopanand Saraswati dies

Swami Swaroopanand Saraswati

Narendra Modi On shankaracharya's demise


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর