img

Follow us on

Tuesday, Dec 10, 2024

LK Advani: আদবানির বাড়ি গিয়ে ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি, হাজির প্রধানমন্ত্রীও

আদবানির বাড়ি গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মান দিলেন রাষ্ট্রপতি...

img

ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন লালকৃষ্ণ আদবানি (সংগৃহীত ছবি)

  2024-03-31 16:23:17

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির (LK Advani) বাড়ি গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার রাষ্ট্রপতির সঙ্গে আদবানির বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক্স হ্যান্ডেলের পোস্ট 

রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এদিনই এ বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। তাতে দেখা যাচ্ছে, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির (LK Advani) ঠিক পাশে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে লেখা হয়েছে, ‘‘রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন লালকৃষ্ণ আদবানিকে। বর্ষীয়ান নেতার নিজের বাসভবনে এই অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং  লালকৃষ্ণ আদবানির পরিবারের সদস্যরা।’’

পাশাপাশি ওই পোস্টে লেখা হয়েছে, ‘‘লালকৃষ্ণ আদবানির গোটা জীবন কেটেছে দেশের সেবায়।  ৭ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্ষেত্রে তিনি দেশকে সেবা দিয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই হোক অথবা উপ প্রধানমন্ত্রী হিসেবে, লালকৃষ্ণ আদবানি (LK Advani) সর্বদাই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। ভারতের সাংস্কৃতিক পুনরুত্থানে তাঁর আন্দোলনের ফসল হল রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা।’’

সংক্ষিপ্ত জীবন

লালকৃষ্ণ আদবানির জন্ম হয় ১৯২৭ সালে, বর্তমান পাকিস্তানের করাচিতে। ১৯৪৭ সালে দেশভাগের সময় তাঁর পরিবার ভারতে আসেন। ৯৬ বছর বয়সী এই নেতা বাজপেয়ী সরকারের আমলে ২০০২ সালের জুন মাস থেকে ২০০৪ সালের মে মাস পর্যন্ত দেশের উপ প্রধানমন্ত্রীর (LK Advani) দায়িত্বভার সামলেছেন। এর পাশাপাশি তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বেও ছিলেন ১৯৯৯ সালের অক্টোবর মাস থেকে ২০০৪ সালের মে মাস পর্যন্ত। ১৯৮৬ থেকে ১৯৯০,  ১৯৯৩ থেকে ১৯৯৮ এবং ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত তিনি বিজেপির সভাপতি ছিলেন। জরুরি অবস্থা সময় এই বিজেপি নেতা ১৯ মাস জেলে বন্দি ছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

president droupadi murmu

Bharat Ratna to Shri L. K. Advani

Home Minister Shri Amit Shah

Vice President Shri Jagdeep Dhankhar

Prime Minister Shri Narendra Modi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর