ধৃত ছাত্রী ও তাঁর বন্ধুকে জেরা করে কয়েকটি প্রশ্নের...
মধ্যরাতে বিক্ষোভ ছাত্রীদের।
মাধ্যম নিউজ ডেস্ক: হস্টেলের ছাত্রীদের স্নানের দৃশ্য মোবাইল বন্দি করে ভাইরাল করে দেওয়া হল। ফোনে সে দৃশ্য দেখে আত্মহত্যার চেষ্টা করলেন আট ছাত্রী (Student)। দোষীদের কড়া শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে উত্তাল পাঞ্জাবের (Punjab) মোহালির চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (Chandigarh University) চত্বর। আশঙ্কাজনক অবস্থায় ওই আট ছাত্রী ভর্তি রয়েছেন স্থানীয় একটি হাসপাতালে। অভিযুক্ত ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তাঁর বন্ধুকে।
জানা গিয়েছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে থাকেন মহিলা ছাত্রীরা। ওই হস্টেলেরই এক ছাত্রী প্রায় ৬০ জন আবাসিকের স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেন বলে অভিযোগ। পরে তিনি ওই ছবি পাঠিয়ে দেন তাঁর এক বন্ধুকে। বন্ধুটি সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছাত্রীদের স্নানের দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষে। ঘটনাটি জানাজানি হতেই লজ্জায় ও অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই হস্টেলের আট ছাত্রী। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই আট ছাত্রীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
দোষী ছাত্রী সহ অভিযুক্তদের সাজার দাবিতে মধ্যরাতে হস্টেলের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ গেলে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই হস্টেলের যে ছাত্রী আবাসিকদের স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন এবং তিনি যাঁকে পাঠিয়েছিলেন দুজনেই হিমাচলের বাসিন্দা। ওই ছাত্রীকে গ্রেফতার করার পাশাপাশি আটক করা হয়েছে তাঁর বন্ধুকে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশকে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। সে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, এমন ন্যক্কারজনক ঘটনায় যাঁরা যুক্ত, তাঁরা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবেন।
আরও পড়ুন : গুজরাট উপকূলে আটক ২০০ কোটি টাকার মাদক, বরাত দেওয়া হয়েছিল পাঞ্জাব জেল থেকে
ধৃত ছাত্রী ও তাঁর বন্ধুকে জেরা করে কয়েকটি প্রশ্নের উত্তর পেতে চাইছে পুলিশ। এক, আবাসিকদের স্নানের দৃশ্য ভিডিও বন্দি করা হয়েছিল কী জন্য? দুই, ওই ছাত্রী কীভাবে প্রায় ৬০ জন ছাত্রীর স্নান দৃশ্য মোবাইল বন্দি করলেন? সর্বোপরি, এর পেছনে কি কোনও চাঁই রয়েছে? ওই ছাত্রী ও তাঁর বন্ধুকে জেরা করে এসব প্রশ্নেরই উত্তর পেতে চাইছে পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।