তিহারে অনুব্রতর কাছে কেন লোক পাঠালেন মমতা?
তিহার জেলে অনুব্রত মণ্ডলের কাছে কেন লোক পাঠালেন মমতা? শুক্রবারই জেলে গিয়ে কেষ্টর সঙ্গে দেখা করেন দুই তৃণমূল সাংসদ দোলা সেন ও অসিত মাল। বীরভূম তৃণমূল জেলা সভাপতির পাশাপাশি তাঁরা কথা বলেন সুকন্যা মণ্ডলের সঙ্গেও। বাবার সঙ্গে একই জেলে আছেন সুকন্যা। তবে ইচ্ছে করলেই দেখা করতে পারেন না তাঁরা। জেল সুপারের অনুমতি মিললেই কথা বলার সুযোগ হয়। ২১ মার্চ থেকে এই জেলে আছেন অনুব্রত। এতদিন দলের পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে দেখা করেননি। এই প্রথম তাঁর কাছে প্রতিনিধি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নেপথ্যে কী?