img

Follow us on

Thursday, Mar 28, 2024

west bengal school: সরকারি স্কুল কি তুলে দিতে চায় মমতা সরকার?

সরকারি স্কুল কি তুলে দিতে চায় মমতা সরকার?

  2023-03-23 18:54:57


সরকারি স্কুল কি তুলে দিতে চায় রাজ্য সরকার? বাংলা জুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির হতশ্রী দশা দেখে এই প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবেই। চলুন তার একটা নমুনা দেখাই। এটা হুগলি জেলার আরামবাগের চুনাইট জুনিয়র হাইস্কুল। দেখলেই বোঝা যায়, ঝাঁ চকচকে বিশাল স্কুল বিল্ডিং। রয়েছে ক্লাস রুম, ব্ল্যাক বোর্ড, চেয়ার টেবিল, ছাত্রদের বসার বেঞ্চ। রয়েছে বিরাট খেলার মাঠ। কিন্তু যাদের জন্য এত কিছু, শুধু তারাই নেই। নেই পড়ুয়া, নেই শিক্ষক। যেন ইতিহাস বুকে জড়িয়ে পড়ে আছে একটা গোটা প্রাসাদ, কিন্তু সেখানে কোনও প্রাণ নেই। একসময় কয়েকশ  ছাত্রছাত্রীর ভিড়ে মুখরিত থাকত এই স্কুল। চলত পড়াশোনা। কিন্তু এখন সেখানে শুধুই হাহাকার। সরকারি হিসেবে স্কুলটি এখন ব্ল্যাক লিস্টেড। স্কুল মানে এত বছর ধরে রাজ্যবাসী শুনেছে ব্ল্যাক বোর্ড, কিন্তু আস্ত একটা স্কুল যে শুধুমাত্র শিক্ষকের অভাবে ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে, তা বর্তমান জমানাই দেখিয়ে দিল। এখন শুধু সেখানে মাঝে মাঝে একটি প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ক্লাস করান এক প্রাইমারি টিচার। ম্যানেজিং কমিটির অনুমতি নিয়েই মাঝে মাঝে বসছে ক্লাস। কিন্তু  প্রশ্ন হলো, কি এমন হলো, পরিকাঠামো উন্নত হওয়া সত্ত্বেও পুরো স্কুল জুড়ে শূন্যতা? এলাকার বাসিন্দাদের মতে, শিক্ষক নিয়োগ না হওয়ায় এই অবস্থা। 

স্কুল কম্পাউন্ডের মধ্যে থাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০২২ সালের জুন মাস থেকে এখানে কোনও টিচার নেই। ফলে কয়েক জন ছাত্রছাত্রী যে আসত, তারাও আসা ছেড়ে দিয়েছে। এলাকায় কাছাকাছি কোনও স্কুল নেই। প্রায় পাঁচ কিলোমিটার দূরে পড়তে যেতে হয় পড়ুয়াদের। তাই এমন স্কুল বিল্ডিংয়ের এই হাল দেখে হতাশা চেপে রাখতে পারেননি স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, এই সরকার চায় না সরকারি স্কুল চলুক। তারা চায় বেসরকারি মূলধন। তাই এধরনের স্কুল বন্ধ করে বেসরকারি স্কুলকে অগ্রাধিকার দিতে চাইছে মমতা সরকার। বিরোধীদের সেই অভিযোগ যে শুধুমাত্র বিরোধিতার জন্য নয়, তার প্রমাণ আরামবাগের এই স্কুল। এমনিতে মমতা জমানায় শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তাতে ধাক্কা খেয়েছে গোটা প্রক্রিয়া। তার ওপর এধরনের জলজ্যান্ত স্কুলগুলির সলিল সমাধি দিয়ে সরকার যে আর এক দুর্নীতির রাস্তা খুলে দিচ্ছে, তা স্পষ্ট হচ্ছে জনগণের চোখে। তাই দিকে দিকে এধরনের স্কুল খোলার আওয়াজ তীব্রতর হচ্ছে।

Tags:

West Bengal news

School close

West Bengal

ssc scam

Recruitment scam

Arambagh

arambagh news

arambag news

arambagh tv

west bengal school

west bengal school service commission

west bengal school service commission update

west bengal all schools

arambag school latest news

arambagh high school

 Arambagh chunait junior high schoolarambag school

arambagh school viral video

arambagh school fees

arambagh school jobs

arambagh school forms

arambagh school

hooghly arambagh school


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর