img

Follow us on

Wednesday, Apr 24, 2024

recruitment scam: চাকরি বিক্রির আর এক চিঠি ভাইরাল?

চাকরি বিক্রির আর এক চিঠি ভাইরাল?

  2023-03-22 18:27:35


চিঠিটা দেখছেন? ২০২০ সালে ডিসেম্বরে লেখা। কে লিখেছেন? বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। কাকে লিখছেন চিঠি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তখনও শিক্ষা কেলেঙ্কারির এই ছবি সামনে আসেনি। জেলে যাননি পার্থ। তখন ওই বিধায়ক তাঁর এলাকার ১১ জনের চাকরির জন্য সুপারিশ করছেন শিক্ষামন্ত্রীর কাছে। এতদিনে চিঠিটি ভাইরাল হয়েছে। বিরোধীদের অভিযোগ, এমন অনেকে চিঠিই পৌঁছেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। একদম ওপরমহলের নির্দেশেই নাকি সব বিধায়কের কাছে বার্তা গিয়েছিল, তাদের এলাকার চাকরিপ্রার্থীদের নাম দেওয়ার। সেটা দলের স্বার্থে, না চাকরি বিক্রির প্রতারণার কৌশলে, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। তবে ওই অভিযোগের যে সারবত্তা আছে, তা এই চিঠিটি সামনে আসতেই পরিষ্কার হচ্ছে। বোঝাই যাচ্ছে, বিধায়করা দরবার করছেন শিক্ষামন্ত্রীর কাছে। চিঠি লিখে জানাচ্ছেন, কাদের কাদের চাকরি দিতে হবে। মানে একটা পরিকল্পিত দুর্নীতি। যা রাজ্যের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে গেছে। যার ফল ভুগছে কয়েক হাজার যোগ্য প্রার্থী। হকের চাকরির দাবিতে তাঁরা ধর্না দিচ্ছেন এখনও। তাঁদের এই ধরনায় বসতে হতো না, যদি না পরীক্ষা নেওয়ার নামে একটা প্রহসন সৃষ্টি করত সরকার। রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে শিক্ষকদের চাকরি দেওয়ার বিজ্ঞপ্তি ঘোষণা না করলে, তাদের এত দুর্দশা হতো না। বিজেপির অভিযোগ, এভাবেই শিক্ষার সাড়ে সর্বনাশ করে ছেড়েছে শাসক দল।

তাঁর প্যাডেই চিঠি লেখা। কিন্তু তা নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক নিশীথ মালিক। প্রশ্ন উঠছে, দুর্নীতি সামনে আসতেই কি তিনি মুখ খুলতে ভয় পাচ্ছেন? তিনি কি জানাবেন, কার নির্দেশে এই চিঠি লিখেছিলেন তিনি? যাঁদের নাম ওই চিঠিতে আছে, তাদের কাছ থেকে কি কোনও টাকা দাবি করেছিলেন? প্রশ্ন উঠছে, কারণ শিক্ষক নিয়োগের নামে যে চাকরি বিক্রি হয়েছে, তার বহু নিদর্শন এর মধ্যে সামনে এসেছে। এই চিঠিটি নিয়েও তদন্তের দাবি তুলেছেন বিরোধীরা। 

 

Tags:

 

SSC recruitment scam

tmc

ssc scam

ssc news

ssc scam news

bengal ssc scam

west bengal ssc scam

ssc scam west bengal

west bengal ssc teacher recruitment scam

job scam

west bengal ssc recruitment scam

tmc mla nishit malik

nisith kumar malik

trinumul congress mla nishit malik

tmc burdwan uttar mla nisith malik

mla nisith malik letter to partha chatterjee

partha chatterje

ssc scam west benghal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর