img

Follow us on

Thursday, Apr 25, 2024

Newtown Money Recovery: মমতা জমানায় কালো টাকার নিরাপদ আস্তানা কলকাতা?

নিউটাউনে উদ্ধার প্রায় ৪ কোটি টাকা

  2023-03-09 19:03:22

কালো টাকার (black money) নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে কলকাতা (kolkata)? গত এক বছরে যেভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার (money recover) হচ্ছে, তাতে এই প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন উঠছে কল সেন্টারের আড়ালে যেভাবে চলছে কালো টাকার খেলা। গতকালই নিউটাউনে (newtown) এক কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে ৪ কোটি টাকা। নগদের পাশাপাশি মিলেছে চারটি বিলাসবহুল গাড়ি। উদ্ধার হয়েছে জাগুয়ার, ল্যান্ড রোভারের মতো দামি গাড়ি। বাজেয়াপ্ত হয়েছে ৪০০ কম্পিউটার। গত বছরের জুলাই মাস থেকে এবছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত যে যকের ধনের হদিশ মিলেছে তাতে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়। কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ, কয়লা থেকে গরু পাচারের বেআইনি টাকা বিভিন্ন জায়গায় গচ্ছিত আছে। তা সাদা করার প্রাণান্তকর চেষ্টা চলছে। মাঝে মাঝেই গোয়েন্দা হানায় তা ধরা পড়ছে। বিরোধীদের অভিযোগ, চুরির কোটি কোটি টাকা নানা পথে সাদা করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল। কখনও ভিন রাজ্যে ভোটের সময় তা খরচ করছে, আবার কখনও ইলেক্টোরাল বন্ডের নামে সেই টাকা গচ্ছিত হচ্ছে। ফলে গোটা রাজ্যটাই কালো টাকার পাহাড়ে ডুবতে বসেছে।

ফ্ল্যাটের মধ্যে যে বস্তা বন্দি কোটি কোটি টাকা থাকতে পারে তা গত জুলাই মাসে প্রথম দেখেছিল বাংলা। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটি টাকা, সোনার গয়না। বাজেয়াপ্ত হয়েছিল দামি গাড়ি। ওই টাকা চাকরি বিক্রির বলে অভিযোগ। সেই তদন্ত এখনও চালাচ্ছে ইডি। অন্যদিকে গত বছর পুজোর আগেই সেপ্টেম্বর মাস পার্ক স্ট্রিট, গার্ডেনরিচ, মোমিনপুর থেকে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কোটি টাকা। ইডির তল্লাশিতে উঠে আসে শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ী নিসার খানের নাম। তাঁর বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয় বস্তাবন্দি টাকা। তা গুনতে নিয়ে যেতে হয় মেশিন। এবছর ফেব্রুয়ারি মাসেই বালিগঞ্জ এলাকায় তল্লাশি চালায় ইডি। শাসক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের টাকা সাদা করা হয়েছে এই গজরাজ গ্রুপের মালিকের মাধ্যমে। এর আগে জানুয়ারি মাসের শুরুতেই বড় বাজার এলাকা থেকে উদ্ধার হয় ৫৬ লক্ষ টাকা। ৯ জনকে গ্রেফতার করে এসটিএফ। ১৯ অক্টোবর পার্ক স্ট্রিট থানা এলাকার ইলিয়ট রোডের বাসিন্দা মহম্মদ ইমরানের বাড়িতে হানা দেয় এসটিএফ। উদ্ধার হয় ১ কোটি ৬২ লক্ষ টাকা, সোনার গয়না,ল্যাপটপ। বাংলায় একটা নির্বাচিত সরকার চলছে, অথচ প্রতিদিন সেখানে খবরের শিরোনামে দুর্নীতি। শিক্ষায় দুর্নীতি, কয়লা পাচারের দুর্নীতি, গরু পাচারের কেচ্ছা, লটারি বিক্রিতেও জালিয়াতি। আর এই সবের সঙ্গেই জড়িয়ে শাসকের শীর্ষ নেতারা। সব মিলিয়ে খুব বিভ্রান্ত রাজ্যবাসী । কীভাবে এর হাত থেকে পরিত্রাণ মিলবে, তা বুঝে উঠতে পারছে না তারা। 

Tags:

Mamata Banerjee

suvendu adhikary

tmc black money

money recovery

money recovered

 newtown

newtown money recovery

newtown money recovery news

newtown call center money recovery

money recover

newtown money recover

kolkata money recovery

call center money recovery news

money recovery in newtown

newtown call center raid news

kolkata money recovered

kolkata safe heaven for black money


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর