img

Follow us on

Thursday, Apr 25, 2024

 Mamata Banerjee: দুর্নীতির ওপর ১২ বছর দাঁড়িয়ে মমতা সরকার?

দুর্নীতির ওপর ১২ বছর দাঁড়িয়ে মমতা সরকার?

  2023-03-24 20:13:19


দুর্নীতির সেই ট্র্যাডিশন সমানে চলছে? অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই। ২০১১ সাল। দু বছরের মধ্যেই প্রকাশ্যে সারদা কেলেঙ্কারি। যার আগাম সতর্কতা ছিল কয়েক বছর আগেই। কিন্তু ইডির সতর্কবার্তা কানে তোলেননি মমতা। বরং নানাভাবে সরকারি সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে সারদা গ্রুপকে। তৃণমূলের মন্ত্রী থেকে ছোট বড় সব ধরনের নেতারাই তখন কোনও না কোনও ভাবে জড়িয়ে সারদার সঙ্গে। খোদ সুদীপ্ত সেন কোটি কোটি টাকা দিয়ে কিনছেন মমতার আঁকা ছবি। রাতারাতি টাকা দ্বিগুণের প্রলোভনে অন্ধের মতো সাধারণ মানুষ টাকা ঢালছে কোম্পানিতে। আর সেই টাকা উড়ছে। ক্ষমতার অন্ধগলিতে নষ্ট হচ্ছে সবজিওলা থেকে রিক্সাওলার ঘামঝড়া টাকা। সেই সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন এখনও জেলে। টাকা ফেরত পাওয়ার আশায় আজও বসে আছেন বহু হতভাগ্য পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বারো বছর পরও কথা রাখেননি তিনি। সারদার ধাক্কা থেকেও শিক্ষা নেননি তিনি। তাই আর এক চিটফান্ড পকেট ফাঁকা করেছে সাধারণ মানুষের। অ্যালকেমিস্ট। এই সংস্থার মালিককে সোজা রাজ্যসভার সাংসদ করে দেন মমতা। অভিযোগ, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় দলকে কোটি কোটি টাকা দেন কেডি সিং। 

এরপর একের পর এক ভোট গেছে। ২০১৬র বিধানসভা, ২০১৯ সালে লোকসভা, ২০২১ সালে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, এই নির্বাচনের সময় কোথা থেকে টাকা এসেছে? কোথা থেকে টাকা বিনিয়োগ হয়েছে ভিন রাজ্যের ভোটে? প্রশ্ন উঠছে। কারণ এই সময়ের মধ্যে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। গত এক বছরে রাজ্য বাসী দেখেছে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের গোপন আস্তানা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কেলেঙ্কারির দায়ে জেলে গেছেন মন্ত্রী থেকে দলীয় নেতারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে সামনে এসেছে কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি, লটারি কেলেঙ্কারি। আর সবার উপরে টেট কেলেঙ্কারি। চাকরি বিক্রি করে কীভাবে কোটি কোটি টাকা তোলা হয়েছে, তা প্রতিদিন সামনে আসছে। আদালতে ইডি বলছে, পাহাড় প্রমাণ দুর্নীতি। বিচারপতিদের কাছে জমা পড়ছে গোপন তথ্য। সেখানে কী আছে তা সময়ই বলবে। তবে দুর্নীতি কেলেঙ্কারির মাথায় কারা আছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৩ কোটি বাঙালি। গোটা দেশ বলছে, দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে একটা গোটা সরকার, অথচ, তার দায় স্বীকার করছেন না মুখ্যমন্ত্রী? জনগণের মনেও উঁকি দিচ্ছে এক প্রশ্ন। সবাই বলছে, দুর্নীতি যখন একটা সরকারের ভিত্তি, তখন সেই রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কোথায় গিয়ে পৌঁছবে?

 



 

Tags:

Mamata Banerjee

tmc

CM Mamata Banerjee

Mamata govt

West Bengal Govt

ssc scam

Cattle smuggling scam

TMC govt

TET SCAM

saradha scam

saradha chit fund scam

coal scam

mamata banerjee latest news

mamata banerjee news

Recruitment scam

Bengal scam

mamata banerjee news today

Sarada Scam

bengal cm mamata banerjee

mamata banerjee govt

Sarada Chit fund Scam

mamata banerjee tmc

scam under mamata govt

scam during tmc govt

tet scam west bengal

saradha scam case


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর