উচ্চমাধ্যমিক শুরুর দিনেই চাকরি চুরি স্বীকার ফিরহাদের?
শিক্ষার লজ্জা। সমাজের লজ্জা। তৃণমূল সরকারের আমলে একের পর এক কেলেঙ্কারি যেভাবে চলছে, যেভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা লজ্জার। স্বীকার করতে বাধ্য হচ্ছেন মমতা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এমন একটা দিনে তা স্বীকার করছেন,যেদিন জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসছে কয়েক লক্ষ ছাত্রছাত্রী। আগামীর ভবিষ্যৎ তারা। দিনের পর দিন তারা দেখেছে, তাদের দাদা-দিদিদের চাকরি চুরি হয়ে গেছে। যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে পরীক্ষায় শূন্য পাওয়া পরীক্ষার্থীর মার্কশিটে নম্বর বাড়িয়ে সুযোগ করে দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দু-এক কোটি নয়, মোট দুর্নীতি হয়েছে ৩৫০ কোটি টাকা। গতকালই আদালতে একথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী। এই প্রেক্ষিতেই ফিরহাদকে কাছে পেয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাংবাদিকরা। আর যাবতীয় অস্বস্তি নিয়েই দুর্নীতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ফিরহাদ। মন্ত্রী তথা কলকাতার মেয়র বলতে বাধ্য হচ্ছেন, এই পার্থ চট্টোপাধ্যায়কে তাঁরা চেনেন না।
তবে ফিরহাদের এই অ্যাপ্রোচকেই সন্দেহের চোখে দেখছেন বিরোধীরা। তাঁদের মতে, পার্থ চট্টোপাধ্যায়কে গিলোটিনে তুলে বাঁচার চেষ্টায় গোটা দল। কিন্তু এভাবে দুর্নীতির কালো কালি ধোয়া যাবে না। আজই কুন্তল-শান্তনুকেও বহিষ্কার করেছে তৃণমূল। কিন্তু চুপ থাকছে মানিক, অনুব্রতদের নিয়ে। ফলে দল যেভাবে নিজেদের ডিফেন্ড করতে চাইছে, তা নিয়েই প্রশ্ন তুলছে গোটা বাংলা।
Tags:
Firhad Hakim
ssc scam
ssc scam news
partha chatterjee news
partha chatterjee latest news
partha chatterjee
Recruitment scam
ssc scam west bengal
bengal ssc case
west bengal ssc teacher recruitment scam
bengal job scam
firhad hakim speech
firhad hakim news
firhad hakim on partha
firhad hakim latest news
hs exam 2023
hs exam 2023 news
hs exam big update