img

Follow us on

Tuesday, Apr 23, 2024

CM Mamata: শিক্ষক নিয়োগ দুর্নীতি মানে "পথ চলতে হোঁচট"? এ কী বললেন মমতা?

"পথ চলতে হোঁচট" শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এ কী বললেন মমতা?

  2022-11-15 23:37:59

আয়োজনে খামতি ছিল না। সিনেমার সেটের মত করে স্কুলবাড়ি সাজানো মঞ্চ। কলকাতার স্কুল থেকে ছেলেমেয়েদের নিয়ে এসে ভরানো হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়াম। বাচ্চাদের হাতে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল নীল কার্ড। যাতে সাদায় লেখা "ধন্যবাদ দিদি"। মুখ্যমন্ত্রী ঢুকলেই যেন নেচে ওঠে হাত। ঢেউয়ের মত। নির্দেশও ছিল নিশ্চিত। 

মমতা এলেন। সরকারি ক্যামেরায় যথাযথ ছবি হল। চলতে চলতেই মাঝে মধ্যে পোজ দিলেন। ছবি উঠল। হাততালি হল। সব কিছুই মাপা ছন্দে। এমন কি মঞ্চে সাজিয়ে গুছিয়ে দশটি বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। শিশু দিবসের জ্যান্ত প্রপস হিসেবে। যাদের হাতে টেডি বিয়ার আর এগিয়ে বাংলা লোগো লাগানো স্কুল ব্যাগ দিলেন মুখ্যমন্ত্রী।
 
বারো ক্লাসের বাছাই করা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন ১০হাজারি চেকের কার্ড। বাচ্চারা এলেন প্রণাম করলে মখ্যমন্ত্রীকে। চলেও গেলেন। মুখ্যমন্ত্রীও জানিয়ে দিলেন বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌছে যাবে টাকা। এতদূর পর্যন্ত যথাযথ আর মাপা ছন্দে। কিন্তু বলতে উঠেই তাল কাটলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারের শিক্ষায় নিয়োগ দুর্নীতিকে ঢাকতে এবং লঘু করতে চেয়ে উদাহরণ টানলেন রাস্তায় চলতে গিয়ে পাথরে হোঁচটের প্রসঙ্গ। 

যেটা বললেন না,পথে চলতে পাথরে হোঁচট অনবধানে লাগে। কিন্তু নিয়োগ দুর্নীতিতে এখন পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তা কার্যত প্রমাণ করছে, প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের সমস্ত নিয়োগ পরিকল্পিত সংঘটিত অপরাধের অংশ। ন্যায্যদের বঞ্চিত করে অনৈতিক ও নিয়ম বহির্ভূত ভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। তবে ১০০ দিনের কাজ গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হওয়ায় বিপাকে রাজ্য সরকার। যদিও মুখে জানিয়েছেন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা তাঁর পেতে বয়েই গেছে।  

এরপরই অপ্রাসঙ্গিক ভাবেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বললেন লোভ করবেন না। লোভ অতি বিষম বস্তু।

ছাত্র-ছাত্রীদের সামনে রেখে কি নিজের দলের নেতা কর্মীদের বললেন মমতা? যারা শিক্ষক নিয়োগের নামে কোটি কোটি টাকা জমিয়েছে। নিজের বাড়িতে। বান্ধবীর ফ্ল্যাটে। গত দশ বছরে বিপুল হারে যাদের সম্পত্তি বেড়েছে। তাঁরা সবাই তাঁর দলেরই নেতা মন্ত্রী বিধায়ক তাঁর কেউ জেলে কেউ পালিয়ে বেড়াচ্ছেন। কেউ আদালতের রক্ষাকবচের আড়ালে গা ঢাকা দিয়ে আছেন। ভাগ্যিস ছাত্রছাত্রীরা প্রশ্ন করেনি, তাঁদের বলার আগে দলের নেতা মন্ত্রীদের বলেছিলেন তো মুখ্যমন্ত্রী?

Tags:

Mamata Banerjee

CM Mamata

Madhyom

CM Mamata Banerjee

Mamata

bangla news

Bengali news

Teacher Recruitment

Teacher Recruitment scam

ssc scam

mamata banerjee latest news

mamata banerjee news

Recruitment scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

recruitment scam in west bengal

school recruitment scam

teacher recruitment in west bengal

ssc teacher recruitment scam

mamata banerjee news today

mamta banerjee

Teachers recruitment scam

west bengal teacher recruitment scam

mamata banerjee latest

bengal cm mamata banerjee

west bengal cm mamata banerjee

mamata banerjee today

west bengal school teachers recruitment scam

teachers recruitment scam news

mamata banerjee netaji indoor

stumble on the way

recruitment scam is like stumble on the way

rectify stumble on the way

mamata banerjee tab speech

mamata banerjee tab news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর