img

Follow us on

Thursday, Mar 28, 2024

Arambagh:মাটি নিয়ে মারামারি তৃণমূলের মাফিয়া রাজ?

WhatsApp_Image_2023-03-25_at_2038.07

  2023-03-25 20:59:22

বালি মাফিয়াদের পর এবার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য আরামবাগে।
অভিযোগ দিনে দুপুরে দ্বারকেশ্বরের বুক থেকে পাচার করে দেওয়া হচ্ছে মাটি। 
রীতিমতো জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর বুক চিরে।
ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি লুট করা হচ্ছে।
লক্ষ লক্ষ টাকার মাটি এই ভাবেই পাচার হচ্ছে।

এই ছবি আরামবাগের। বাইশ মাইল এলাকার। নদীর নাম দ্বারকেশ্বর। অভিযোগ, শাসক দলের নেতাদের মদতেই চলছে মাটি মাফিয়া রাজ 
পুলিশ প্রশাসনের সামনেই যে এই কর্মকাণ্ড চলছে তা তো দেখাই যাচ্ছে।
অভিযোগ শাসক দলের মদতেই চলছে এই মাফিয়া রাজ  
প্রতিবাদে সরব খোদ স্থানীয় ওয়ার্ডের তৃনমুল সহ সভাপতি।
 
তৃণমূলের নেতা নিজেই জানাচ্ছেন, মন্ত্রীর প্রশ্রয়েই চলছে এই বেপরোয়া মাটি লুঠ। সেই কারণে পুলিশও কোন ব্যবস্থা নেয় না।
 
নদীর বুকে জেসিবি নামিয়ে কেটে নেওয়া হচ্ছে মাটি। বাধা দিতে গেলে প্রাণে মারা মিথ্যে কেসে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে দুষ্কৃতিরা

এরফলে শুধু সরকারি রাজস্বের ফাঁকি পড়ছে তা নয়, বদলে যাচ্ছে নদীর গতিপথও। ভাঙছে বাঁধ। সামান্য বর্ষায় ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম।  আশঙ্কা একদিন গোটা গ্রামটাই চলে যাবে নদীর গর্ভে। 
 
আর প্রতিবছর বাঁধ মেরামতির নামে টাকা আসে। বাঁধ হয়। পরের ১০মাসে সেই মাটি পৌছে যায় অন্যত্র। আবার বাঁধ ভাঙে। গ্রাম ভাসে। অভিযোগ এখন এমন অবস্থা পাশের গোটা বনাঞ্চলও মিশে যাচ্ছে নদীর গর্ভে। আর এই কাজে হাত পাকিয়েছে তৃণমূলেরই আরেক সদস্য আরেক আজিজুল। তিনি আজিজুল হোসেন। দলের প্রার্থী হতে না পেরে নির্দল হয়ে দাড়িয়েছিলেন মন্ত্রী আর জেলার নেতার মদতে। সে আবার বিস্ফোরক!
বাইটঃ আজিজুল হোসেন, বিক্ষুব্ধ তৃণমুল, আরামবাগ  
না কোন আজিজুলের বিরুদ্ধেই কোন ব্যবস্থা নিতে পারেনি তৃণমূল। জেলার নেতা আর মন্ত্রীর আশীর্বাদ দুজনের মাথার ওপর। আপাতত তাদেরই রমরমা এলাকায়। সেই কারণে আরামবাগ থানার পুলিশ আসে। কাউকে ধরতে না পেরে ফিরেও যায়। আর প্রতিদিন একটু একটু করে খাত বদলায় দ্বারকেশ্বর। অপেক্ষা কবে গোটা গ্রামটাকেই গিলে খাবে দ্বারকেশ্বর

 

Tags:

 

tmc

bangla news

Bengali news

TMC INNER CLASH

Arambagh

tmc leaders

river

arambagh tmc

arambagh news

arambag latest news

arambagh news today

arambagh latest news

leaders

leader tmc

arambag news update

arambagh update

arambagh mafia

fighting

asian river

dwarakeswar river bed

dwarekeswar river

land capture

river bed land capture

land fight

tmc accused tmc

tmc vs tmc

madhyom arambagh river


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর