img

Follow us on

Wednesday, Apr 24, 2024

Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটে কী এবার "ডায়মণ্ডহারবার মডেল"?

WhatsApp_Image_2023-06-01_at_1834.33

  2023-06-01 20:08:25

জঙ্গল মহলের ধাক্কার পর এবার কী মেদিনীপুরে শিক্ষা?
তৃণমূল নেতা অভিষেকের সময় ভাল যাচ্ছে না। যে পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপোর রাজকীয় বাংলা মৃগয়া। সেই সফর ঘিরে ইতিমধ্যেই হাজারো প্রশ্নের মুখে তৃণমূলের সাধারণ সম্পাদক। এবার মেদিনীপুরে ঢুকতেই ফের ধাক্কা।  প্রথম ধাক্কা তো নেতার সুরক্ষা বাহিনীর । খোদ মন্ত্রীকে ধাক্কিয়ে ভাগিয়ে দিয়েছে যুবরাজের সুরক্ষা বলয়ের বাইরে। এমন ধাক্কিয়েছে, রাজ্যের কারামন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন বড্ড লেগেছে
 
আর নিজের ব্যক্তিগত বৃত্তে বলেছেন, মুখ্যমন্ত্রীর ভাইপো না হলে উচিৎ শিক্ষা দিতেন। বুঝিয়ে দিতেন মেদিনীপুরের ক্ষমতা!
 
তবে, মেদিনীপুরের ক্ষমতা বুঝিয়েছেন ভাইপোর অনুগামীরা। যারা এসেছিলেন নেতার ডাকা অধিবেশনে। গোষ্ঠীর পেশীশক্তি বুঝিয়ে দিল ব্লকের পর ব্লক। মেদিনীপুর জেলা সফরে রাত্রিকালীন অধিবেশনে বুধবার চণ্ডিপুরে এসে পৌছান অভিষেক। কিন্তু চণ্ডিপুরে চন্ডমুণ্ডদের এমন দাপট বন্ধ হয়ে চণ্ডিপুরের মতামতগ্রহণের কর্মসূচী। অন্তত ১০টা অঞ্চলে বন্ধ রাখা হল ভোটদান প্রক্রিয়া।
 
জানা যাচ্ছে কোথাও মাদার তৃণমূল বনাম যুব তৃণমূল, কোথাও যুব বনাম যুব। কোথাও আবার বিধায়ক তৃণমূল বনাম জেলা পরিষদ তৃণমূল। যেখানে যে পেরেছে অন্য পক্ষকে মেরে ভাগিয়ে দখল নিয়েছে ভোটের বাক্স আর ব্যালটের। আসলে ২০১৮-র পঞ্চায়েত আর ২০২১-এর বিধানসভা ভোটের স্টাইল আত্মস্থ করা। ভোট লুঠ মহড়ার নেট প্র্যাকটিস আর কি। ফলে ভোট দিতে পারলেন না।
 
----------চণ্ডিপুরের তৃণমূলের গ্রামের মতামত স্থগিত
জলপাই ১, চৌখালি ২, বৃন্দাবনপুর ১ ও ২, 
ঈশ্বরপুর, ওসমানপুর, ব্রজলাল চক, কুলবাড়ি, 
দিবাকরপুর, নন্দপুর, বরাঘুনি
 
তৃণমূলের ভোট বাতিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি
 
দীর্ঘদিন ধরেই অভিষেক বলেন ডায়মণ্ডহারবার মডেল। সেই মডেলে ডায়মণ্ডহারবার মডেল নিয়ে উচ্ছসিত তৃণমূলের একটা বড় অংশ। অভিষেক সহ তাঁদের দাবি, রাজ্যের সর্বত্র ডায়মণ্ড হারবার মডেল ছড়িয়ে দেওয়া। স্বাভাবিক কারণে নির্বাচনও ব্যতিক্রম নয়। তাহলে এই পর্বে আমরা দেখে নি' ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের চেহারাঃ
 
                 পঞ্চায়েত ভোটে "ডায়মন্ডহারবার মডেল" 
বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি
৭২টি গ্রাম পঞ্চায়েতের ৬৮টিতে  
গ্রাম পঞ্চায়েতের ১০৮১ আসনের মধ্যে ১০০৬টি আসন বিরোধী প্রার্থী নেই
পঞ্চায়েত সমিতি ২০৮ আসনের ১৯৭ আসনে বিরোধী বিহীন ভোট 
জেলা পরিষদের ২০ আসনেই বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি।                                                                                                                                    য 
গ্রাম পঞ্চায়েতের ৯৩.০৬% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের   
পঞ্চায়েত সমিতি ৯৪.৭১% আসন বিরোধী শূন্য
                             
তৃণমূল অন্দরের দাবি, অভিষেক আসন্ন নির্বাচনে অভিষেক নিজের লোকসভা ক্ষেত্র ডায়মণ্রহারবার মডেল প্রয়োগ করতে চাইছেন গোটা বাংলায়। 

Tags:

Mamata Banerjee

Madhyom

Bengal news

bangla news

Abhishek Banerjee

TMC MP Abhishek Banerjee

Panchayat polls

abhishek banerjee news

abhishek banerjee today

abhishek banerjee tmc

panchayat elections

diamond harbour

abhishek banerjee news update

panchayat election 2023

abhishek banerjee update

diamond harbour news

diamond harbour model

abhishek banerjee diamond harbour

abhishek banerjee model diamond harbar

applied

panchayat poll news

Abhishek'


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর