img

Follow us on

Friday, Apr 19, 2024

Modi Invites US Defence Companies: 'মেক ইন ইন্ডিয়া'য় এবার মার্কিন অস্ত্র?

MODI_ON_QUAD_MEET_1

  2022-05-25 20:05:34

আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জামও এবার তৈরি হতে পারে ভারতে। জাপানে কোয়াড বৈঠকের মাঝে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনই প্রস্তাব ভারতের প্রধানমন্ত্রীর। বাইডেন মোদি বৈঠকে মোদি বলেন, আমেরিকার শিল্প উৎপাদনের বড় ডেস্টিনেশন হতে পারে ভারত। এমনকী আমেরিকার প্রতিরক্ষা কোম্পানিগুলিকেও 'মেক ইন ইন্ডিয়া' এবং 'আত্মনির্ভর ভারত'-এর অধীনে উৎপাদন ইউনিট বসানোর আহ্বান মোদির। ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব বিনয় কোয়াত্রা একথা জানিয়ে বলেন, মার্কিন শিল্পকে ভারতে আসার জন্য এবং 'মেক ইন ইন্ডিয়া' এবং 'আত্মনির্ভর ভারত'-এর অধীনে যৌথ অংশীদারিত্বে উন্নয়ন, ডিজাইন এবং উৎপাদনে অংশ নেওয়ার জোরাল আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বল এখন আমেরিকার প্রেসিডেন্টের কোর্টে। আমেরিকার উৎপাদন ইউনিটের বড় অংশ ব্যয় হয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে। চিনের দাপটে এখন আমেরিকাও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন বন্ধু খুঁজছে। ভারত মার্কিন ভালো সম্পর্কের কারণে এখন মার্কিন ধনকুবেরদের পুঁজি যদি ভারতের জমিতে বিনিয়োগ হয়, তাহলে দেশের উৎপাদন ব্যবস্থায় জোয়ার আসতে পারে। দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকে ঢেলে সাজাতে বিদেশি বিনিয়োগ ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে দেশের সরকার। ফলে যৌথ উদ্যোগে উন্নয়নের পাশাপাশি ডিজাইন আর উৎপাদনেও হাত লাগাতে পারবে ভারত। 

 

Tags:

joe biden

Make in India

Modi

MEA

Atmanirbhar Bharat

American Defence Companies

US Invest in India

US India Bipartite Meet

Foreign Investment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর