img

Follow us on

Thursday, Mar 28, 2024

UK museum returns Indian artefacts: ব্রিটিশ আমলে চুরি যাওয়া প্রত্নবস্তু ফিরছে ভারতে

কোহিনূর নয়, ভারতে ফিরছে এই প্রত্নবস্তুগুলি

  2022-08-25 17:17:41

ব্রিটিশ আমলে এই মূল্যবান সামগ্রীগুলি চুরি গিয়েছিল ভারত থেকে। এখন সেগুলিই ফেরত আসতে চলেছে এদেশে। মোট ৭টি মূল্যবান প্রত্নবস্তু (artefacts) দিল্লির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। সেদেশের গ্লাসগো সংগ্রহশালায় (Glasgow Museum) এতদিন রাখা ছিল এই প্রত্নবস্তু গুলি। একবার তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। এই তলোয়ারটি চতুর্দশ শতাব্দীর। বহু ইতিহাসের সাক্ষ্মী এই তলোয়ার অষ্টাদশ শতাব্দীতে চুরি করে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা।  চুরি করেছিল কাঠের তৈরি দুর্গামূর্তি, কালো পাথরের তৈরি সূর্যমূর্তি, পাথরের তৈরি মানুষ আর সারমেয়র মূর্তি। মন্দির বা ধর্মস্থান থেকে চুরি করে এগুলি তুলে দেওয়া হয়েছিল গ্লাসগো সংগ্রহশালায়। দীর্ঘ আলোচনার পর প্রত্নবস্তুগুলি ফেরত দিতে সম্মত হয়েছে সেদেশ। এনিয়ে দিল্লির সঙ্গে চুক্তিতে সইও হয়েছে।  
 
উদ্যোগের পুরো কৃতিত্ব ভারতীয় হাই কমিশন ও ব্রিটিশ হাই কমিশনকে দিয়েছেন মিউজিয়াম প্রধান ডানকান ডরন্যান। আসলে, সামগ্রী গুলি উদ্ধারের জন্য ভারতীয় হাই কমিশন প্রায় দেড় বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনার পাশাপাশি কথা হচ্ছিল গ্লাসগো লাইফ এবং গ্লাসগো সিটি কাউন্সিলের সঙ্গে। শিল্পসামগ্রী গুলি হস্তান্তরের জন্য তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিউজিয়াম প্রধান ডানকান ডরনান জানাচ্ছেন, ১৯৯৮ সাল থেকেই বিভিন্ন দেশ থেকে তুলে আনা শিল্পসামগ্রী গুলি ফেরত দেওয়ার কথা ভেবে আসছে স্কটল্যান্ড। এধরনের ৫১টি প্রত্নবস্তু তাঁরা ফিরিয়ে দিতে চান ভারত ,নাইজেরিয়া সহ বিভিন্ন দেশকে। 
 
দিল্লিতে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত থেকে লুঠ হওয়া বিভিন্ন প্রত্নসামগ্রী ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এতদিনে তারই ফল মিলছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও (sukanta majumdar) এই সাফল্যকে ফেসবুকে শেয়ার করেছেন। তাঁর মতে, মোদি (modi) হ্যায় তো সব মুমকিন হ্যায়। চুক্তি শেষ। এখন দেশের জিনিস দেশে ফেরত আনার পালা। আর শিল্পসামগ্রী গুলি দিল্লি এলেই স্বাধীনতার ৭৫ বছরে তা এক উল্লেখযোগ্য প্রাপ্তি হবে ভারতের। 

 

 

Tags:

bjp

Madhyom

PM Narendra Modi

Sukanta Majumdar

bangla news

Bengali news

Azadi Ki Amrit Mahotsav

indian artefacts in british museum

glasgow museum

museums

glasgow

british museum

museum

glasgow return indian artefacts

indian artefacts

india artefacts stolen by british

stolen artefacts

colonialism in india

  arts repatriation

artefacts repatriation

art stolen britsh era

stolen arts

stolen arts returned to India

uk museum

antiquities artefacts back to india

14th century indo-persian sword returns

freedom@75


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর