img

Follow us on

Friday, Mar 29, 2024

China Protest: শাসকের রক্তচক্ষু উড়িয়ে গণতন্ত্রের খোঁজে চিন?

WhatsApp_Image_2022-11-30_at_2004.29

  2022-11-30 21:31:35


দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান। এই আওয়াজই কি এখন উঠতে শুরু করেছে চিনে? রাতের আঁধারে প্রতিবাদে নেমে প্রকাশ্যেই সেখানকার সাধারণ মানুষ ডাক দিচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ। বলছেন, টেনে নামাও প্রেসিডেন্টকে। গত তিন দশকে শাসকের বিরুদ্ধে এমন আওয়াজ শোনেনি বেজিং। কিন্তু করোনার বিধিনিষেধের জ্বালায় এবার গণতন্ত্রের দাবি করছেন সেখানকার মানুষ। স্লোগানে স্লোগানে বলছেন, তাঁরা স্বাধীনতা চান। আজীবনের শাসক চান না। এভাবেই দুদিন আগে উত্তাল হয়ে ওঠে সাংহাই। 

সাংহাই থেকে বেজিং। পথে নেমেছে জনতা। জিরো কোভিড নীতির নামে সরকার যে সেন্সরশিপ চালাচ্ছে তার বিরুদ্ধেই গর্জে উঠছে আমজনতা। সাদা কাগজ দেখিয়ে প্রতিবাদ করছে তারা। চিনে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদের এটাই ধরণ। হংকংয়ে আবার জাতীয় সঙ্গীত গেয়েই প্রতিবাদে সাধারণ মানুষ। তাঁরা গুরুত্ব দিয়েছেন কুই লাই বা স্ট্যান্ড আপ শব্দের ওপর। সকলেই চাইছেন প্রতিবাদ হোক। প্রতিরোধ হোক সশব্দে। চুপ করে বসে না থেকে দাঁড়িয়ে উঠে।

ইউহানে আবার সশব্দে রাস্তায় নেমে পড়েছে সেখানকার মানুষ। এখান থেকেই প্রথম ছড়িয়ে ছিল করোনা। সেখানে প্রতিবাদের ধরণ দেখুন। আওয়াজ উঠছে সিসিপির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।সাংহাইয়ে আবার বুক চিতিয়ে প্রতিবাদে নেমেছেন এক তরুণী। সেনার সাঁজোয়া বাহিনী এগিয়ে আসলেও তিনি ভয়ডরহীন। এ যেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। রাস্তা থেকে সরতে না চাইলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় নিরাপত্তাকর্মীদের। সাংহাইয়ে এই প্রতিবাদের সামনে ঝাঁপিয়ে পড়ছে শি জিংয়ের সেনা। শুরু হয়েছে গ্রেফতারি। প্রতিবাদ দমনে উঠে পড়ে লেগেছে শাসক বাহিনী।সেখানে প্রতিবাদকারীদের বলতে শোনা যাচ্ছে, শি জিনপিং , তুমি গদি ছাড়ো।

আসলে কিছুদিন আগে করোনা নীতির জেরে একটি আবাসনে আটকে থেকে পুড়ে মরতে হয়েছে দশ জনকে। এই ঘটনাই মানুষের মনে জ্বলতে থাকা ধিকিধিকি আগুনকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। যা উস্কে দিচ্ছে তিন দশক আগের তিয়েন আন মেন স্কোয়ারের স্মৃতি। মানুষ চাইছে মর্যাদার সঙ্গে বাঁচতে। কোনও স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রের খোঁজে চিনের প্রাচীর ভাঙতে চাইছে সেদেশের নবীন প্রজন্ম।

 

Tags:

 

China

protest

Xi Jinping

China News

China Covid

protests

China Protest

china protests

protests in china

china covid protests

china covid protest

china lockdown protest

china mass protests

china lockdown protests

covid china

china zero covid

china covid zero

anti government protest china

huge protest in front of bank in china

china lockdown

china covid policy

protest in china

china covid testing

china protest arrest

beijing protests

xi resignation demand


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর