img

Follow us on

Thursday, Mar 28, 2024

Airport: বেঙ্গালুরু বিমানবন্দর কীভাবে চমকে দিল গোটা বিশ্বকে?

বেঙ্গালুরু বিমানবন্দর

  2022-11-12 16:39:26

এ যেন বিমানবন্দর নয়, এক সাজানো বাগান। ভিতরে ঢুকলে মনে হবে যেন কোনও অন্য দুনিয়ায় চলে এসেছেন আপনি। চারদিকে সবুজের ছোঁয়া। মাথায় ঝুলন্ত বাগান। সেখানে স্থাপত্যের অনবদ্য নিদর্শন। বাঁশের অপূর্ব কারুকাজ। টার্মিনাল ইন এ গার্ডেন (Terminal in a garden) - এই প্রিন্সিপ্যালের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল (Bengaluru Airport 2nd Terminal)। যা প্রযুক্তিগত দিক দিয়ে ও উদ্ভাবনী কারুকার্যে অসাধারণ। কর্ণাটকের শিল্প-সংস্কৃতি জায়গা করে নিয়েছে গোটা টার্মিনাল জুড়ে। বেশিরভাগ স্ট্রাকচারই বাঁশের তৈরি। তাই এই বিমানবন্দরকে বলা হচ্ছে ব্যাম্বু প্যারাডাইস। কোনও কার্বন নিঃসরণ করবে না এখান থেকে, যা কার্যত গোটা বিশ্বে বিরল।

বিমানবন্দরের লাউঞ্জে প্রায় ৬ হাজার জনের বসার ব্যবস্থা আছে। বর্তমানে বেঙ্গালুরু বিমানবন্দর দিয়ে প্রতি বছর যেখানে আড়াই কোটি যাত্রী যাতায়াত করেন, তখন নতুন এই বিমানবন্দরের ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫ থেকে ৬ কোটি।  বিমানবন্দরটি তৈরি করতে খরচ হয়েছে ৫ হাজার কোটি টাকা। আড়াই লক্ষ বর্গ মিটারেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে এয়ারপোর্ট চত্বর। এর মধ্যে দশ হাজার বর্গ মিটার জুড়ে সবুজের সমারোহ। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, সারা বিশ্বে এধরণের লাউঞ্জ তৈরি হয়নি। দর্শনের দিক দিয়ে এটি অভূতপূর্ব। 

সারা বিশ্বে গার্ডেন সিটি বলেই পরিচিতি বেঙ্গালুরু। সেকথা মাথায় রেখেই এখানকার নয়া বিমানবন্দরকে গার্ডেনের আদল দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষের দিক থেকেই এটি পুরোদমে চালু হয়ে যাবে। মিলবে এয়ার ইন্ডিয়া ও এয়ার এশিয়ার বিমান। টার্মিনাল টু থেকে ছাড়বে অন্তর্দেশীয় বিমান।  আন্তর্জাতিক বিমানের জন্য আপাতত থাকছে টার্মিনাল ওয়ান। তবে পরের বছর ফেজ টু-র কাজ যখন গতি পাবে, তখন আন্তর্জাতিক উড়ানও মিলবে এখান থেকে।    

শুক্রবারই বিমানবন্দরটির (Airport) উদ্বোধন (inaugurate) করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সকালেই  তিনি বেঙ্গালুরুর স্থপতি কেম্পাগৌড়ার ১০৮ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করেন। তারপর দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। বলেন,কর্ণাটকে ডবল ইঞ্জিন সরকার থাকার ফলেই এখানে উন্নয়নের জোয়ার এসেছে। যার প্রতিফলন দেখছে সারা দেশ। চমক দেখছে সারা বিশ্ব।

Tags:

 

Bengaluru

AirPort

Kempegowda International Airport

bengaluru airport

bengaluru airport terminal 2

bangalore airport

kempegowda international airport bengaluru

bengaluru international airport

bengaluru airport new terminal

bangalore international airport

bangalore airport terminal 2

bengaluru international airport terminal 2

bengaluru airport terminal

bengaluru news

bangalore airport lounge

garden paradise

Terminal In A Garden

eco friendly terminal

pm inaugurate airport


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর