img

Follow us on

Saturday, Apr 20, 2024

Navratri: দেশজুড়ে নানা রঙে নবরাত্রি 

নানা রঙে নবরাত্রি

  2022-10-01 18:35:25

নানা রঙে নবরাত্রি। এই বাংলায় যেমন দুর্গা আরাধনায় আমরা মেতে উঠি, তেমনি সারা ভারত জুড়েই পালিত হয় নবরাত্রি উৎসব। ৯ দিন ধরে চলে পুজো। আর দশমীর দিন পালিত হয় দশেরা। 

উৎসবের রঙে সামিল হতে প্রধানমন্ত্রীও চলে গিয়েছিলেন গুজরাট। সেখানে বনস্কান্থায় আছে অম্বাজির মন্দির। হাজারো ভক্তের সমাগম হয় সেখানে। এই গব্বর তীর্থেই মহা আরতিতে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেও আরতি করেন তিনি। 

এই গুজরাটের সুরাটেও পালিত হচ্ছে নবরাত্রি। সেখানে কুলদেবী উমিয়া মাতাজি মন্দিরে ভক্তেরা মেতে উঠলেন গরবা ড্যান্সে। মাথার উপর হাঁড়ির পর হাঁড়ি বসিয়ে চলল ঘুরে ঘুরে নৃত্য। হাঁড়ির মাথায় জ্বলছিল আগুন। এভাবেই প্রথামাফিক গরবা ড্যান্স পালন করলেন সেখানকার মহিলারা। 

গুজরাটের পাশাপাশি তেলেঙ্গানা। সেখানেও অন্য রকমের নবরাত্রি পালন। তেলেঙ্গানায় আম্মাপল্লীতে নবরাত্রি উপলক্ষ্যে ৯ দিন ধরে চলে ফুলের উৎসব। সেখানকার সীতা রামচন্দ্র স্বামী মন্দিরে ফুলের উৎসবে সামিল হয়েছিলেন বহু মানুষ। যোগ দিয়েছিলেন শাসক দলের নেতারাও। স্থানীয় ভাষায় এই উৎসবের নাম বাথুকাম্মা।

নবরাত্রি উপলক্ষে হিমাচলপ্রদেশেও চলছে উৎসব। সেখানে মানালির কাছে মাণ্ডিতে লোক নৃত্য নটি পরিবেশন করেন মানালির মানুষজন। সামিল হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও।

এভাবেই বিবিধের মাঝে মহান মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে ভারত। যুগ যুগ ধরে তার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে ভক্তির স্রোত। ভগবানের দ্বারে পূজার ডালি নিয়ে হাজির হচ্ছেন ভক্তেরা। সারা বিশ্ব দেখছে। আর দূর থেকেই প্রণাম জানাচ্ছে এই সনাতন ধর্মকে।

Tags:

 

PM Modi

Navratri 2022

navaratri

garba dance

navratri festival

 pm narendra modi

 pm modi navratri

pm modi navratra

modi navratri

pm modi gujarat visit

narendra modi navratri

himachal folk dance nati

NAVRATRI

NAVRATRI PUJA


আরও খবর


খবরের মুভি