img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Weather Update: কলকাতাতেও বিষ-বাতাস! রাজ্যে শীতের আমেজ, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উপকূলে

Winter Update: সপ্তাহান্তে ভিজবে কলকাতা, তার পরই জাঁকিয়ে শীত ডিসেম্বরে!...

img

কুয়াশা-ধোঁয়াশা মাখা কলকাতার আকাশ। সংগৃহীত চিত্র

  2024-11-26 11:57:33

মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম স্পেলে ভালোই ব্যাট করছে শীত। ক্রিজে থেকে ধীরে ধীরে নিজের দাপট বিস্তার করছে রাজ্যে। আগামী চার থেকে পাঁচ দিন আরও কমবে তাপমাত্রা। তবে, আবহাওয়া দফতর (Weather Update) বলছে রাজ্য জুড়ে শীতের আমেজের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরই নাকি জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা (Winter Alert) পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। শীত পড়তেই বাতাসে দূষণের মাত্রাও বেড়েছে। মঙ্গলবার কলকাতার বাতাসের গুণমান সূচক (AQI) ৫০০-তে উঠে গিয়েছে যা কার্যত বিপজ্জনক।

শীত-বৃষ্টির খেলা

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি। ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা (Weather Update)। সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়ায়। সেখানে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ জেলাতেও জাঁকিয়ে শীত (Winter Alert) পড়েছে। এরই মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে শীত বাড়বে কয়েকটি জেলায়।  দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষ দিকে। মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ। হতে পারে হালকা বৃষ্টিও।

কুয়াশার দাপট

ডিসেম্বর আসার আগে পর্যন্ত তাপমাত্রায় (Weather Update) বিরাট হেরফের হবে না। একটু একটু করে কমে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাঁকিয়ে শীত (Winter Alert) পড়বে। তবে আপাতত সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরে সবচেয়ে বেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালে সামান্য কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে।

আরও পড়ুন: নাইটদের নেতা কে হতে চলেছেন? নিলামের শেষবেলায় দল গুছিয়ে নিল কেকেআর

শহরে  দূষণের জেরে ধোঁয়াশা

মঙ্গলবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা। আগামী ক'দিন শহরে কুয়াশার প্রভাব থাকবে। যদিও আজ সকাল থেকেই কলকাতায় দূষণের জেরে ধোঁয়াশা দেখা দেয়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪২ শতাংশ। নভেম্বরের শেষ ২ দিন ও ডিসেম্বরের প্রথম দিন কলকাতায় একেবারে হালকা বৃষ্টিও হতে পারে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

Weather Update

bangla news

winter in bengal

Winter in Kolkata

Winter Alert


আরও খবর


ছবিতে খবর