Rain Forecast: নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: পৌষের শুরুতেই কমেছে শীত। আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস আগামী দুদিন বৃষ্টি (Rain Forecast) হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ১০টি জেলায়। একইসঙ্গে সকালের দিকে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শুক্রবার এবং শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি নিম্নচাপ। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আজ স্থলভাগে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল।
হাওয়া অফিস এদিন আরও জানিয়েছে, আগামী চারদিনে কলকাতা বা আশপাশের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে ফের আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর বড়দিনে পারদ কিছুটা নামতে পারে বলে আশাবাদী আবহাওয়া দফতরের আধিকারিকরা। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই জেলায়।
আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন (Weather Update) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি তাপমাত্রা। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই শুক্রবার তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছিল ৯.১ ডিগ্রিতে। এ ছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।