img

Follow us on

Tuesday, Dec 10, 2024

Weather Update: ভোর ও রাতে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহেই কমতে পারে তাপমাত্রা

Winter in Bengal: বঙ্গে বিদায় বর্ষার, এবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত...

img

শীতের অপেক্ষায় শহর কলকাতা। ফাইল ছবি

  2024-11-02 10:00:28

মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিহীন হেমন্তের দিনে শীতের (Winter in Bengal) অপেক্ষায় বঙ্গবাসী। ভোর এবং রাতে শিশির ভেজা ঠান্ডার অনুভূতি। রাতের দিকে ঠান্ডা হাওয়া (Weather Update), ভোরবেলা বন্ধ পাখা, হালকা চাদরে গা ঢাকা, এমনই আবহাওয়া কয়েকদিন ধরে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি এখন অতীত। ফের তার দেখা মিলবে নতুন বছরে। এবার শীতের প্রস্তুতি। আগামী চার দিনে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও কমতে পারে তাপমাত্রা।

শহরের হাওয়া

ঘূর্ণিঝড়, নিম্নচাপের প্রভাবে (Weather Update) কয়েকদিন আগে কলকাতায় হালকা ঠান্ডার (Winter in Bengal) অনুভূতি হয়েছিল। কিন্তু নিম্নচাপ কাটতেই গরম হাওয়া শহরে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। এই তাপমাত্রাই আগামী চার দিনে কমতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দিনের আকাশ পরিষ্কার হলেও পরের দিকে হালকা মেঘ হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত শহরে তাপমাত্রা কমলেও এখনই স্থায়ী শীত পড়ছে না। নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের শুরুতে শীতের হাওয়া প্রবেশ করবে শহরে। হাওয়া অফিস জানিয়েছে, ৭ নভেম্বর অর্থাৎ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদেও হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার দু’-এক জায়গায় হতে পারে বৃষ্টি। সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, জেনে নিন রবিবার ভাইকে টিকা পরানোর শুভ সময়

উত্তরে ঠান্ডার পরশ

দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (Weather Update) সব জেলাতেই ৬ নভেম্বর, আগামী বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার— হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই চার জেলায়। বাকি চার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও (Winter in Bengal) আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

West Bengal

Weather Update

West Bengal Weather update

Rain Forecast

Bangla News 

rain forecast in bengal


আরও খবর


ছবিতে খবর